শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ত্বক, চোখ ও গোপনাঙ্গ বাঁচিয়ে দোল খেলার ১০টি টিপস

দোল খেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ঠিকই কিন্তু নিজের ত্বক বাঁচিয়ে দোল খেলুন। শুধু তাই নয় শরীরের বিশেষ বিশেষ অংশে যাতে রং না লাগে সে ব্যাপারেও লক্ষ রাখতে হবে।

আর কিছুক্ষণ পরেই ময়দানে নামবেন নিশ্চয়ই। তার আগে জেনে নিন এই ১০টি টিপস। দোল খেলতে নামার আগে ও পরে এই জিনিসগুলি মেনে চললে ত্বক ও চোখের সমস্যা হবে না। শরীরের অন্যান্য অংশও ক্ষতিকারক রং থেকে বেঁচে যাবে।

এখন বাজারে প্রচুর ভেষজ রং উঠলেও সবাই তো আর সেই রং ব্যবহার করেন না। দল বেঁধে দোল খেলার সময় কে কী রং নিয়ে আসছে তা যাচাই করা সম্ভব নয়। তাই নিজেই আগাম প্রস্তুত থাকুন।

১) দোল খেলতে যাওয়ার আগে একবার বডিওয়াশ বা সাবান মেখে স্নান করে নিন। ত্বকে ময়লা জমে থাকলে রংয়ের ছোপ পড়ে যায় সহজে।

২) স্নান সেরে সারা গায়ে ভাল করে সর্ষের তেল অথবা বডি লোশন মেখে নিন। ত্বক তৈলাক্ত থাকলে রং কম ধরে। গোপনাঙ্গও বাদ দেবেন না কারণ ওই অঙ্গটিতে রংয়ের ক্ষতিকারক কেমিক্যাল থেকে স্কিন ইরিটেশন হতে পারে। সর্ষের তেল ছাড়াও অলিভ অয়েলও মাখতে পারেন সারা গায়ে এবং চুলেও।

৩) যাঁরা রংয়ে শরীর চুবিয়ে দোল খেলেন তাঁদের অন্তর্বাস সম্পর্কে সচেতন হওয়া উচিত। সুতি বা লাইক্রার অন্তর্বাস পরে তার উপরে সুইমস্যুট পরুন। সুইমস্যুট যে বিশেষ ধরনের মেটেরিয়ালে তৈরি হয় তা রং শোষণ করে না, ফলে রক্ষা পাবে গোপনাঙ্গ।

৪) সাদা মলমল কুর্তি, চিকনের সালোয়ার কামিজ বা ট্রান্সপারেন্ট শিফন শাড়ি পরে দোল খেলার শখ থাকলে ত্বকে রং লাগবে বেশি। ফুলস্লিভ মোটা পলিয়েস্টারের জামা পরে দোল খেললে ত্বক পর্যন্ত তুলনামূলকভাবে কম রং পৌঁছবে।

৫) মুখে, বিশেষ করে চোখের পাতার আশপাশে সানস্ক্রিন মেখে তবেই দোল খেলতে নামুন। এটিও রংয়ের হাত থাকে ত্বককে রক্ষা করবে।

৬) নখের রং তুলতে সবচেয়ে বেশি সমস্যা হয়। শরীরের রং উঠে গেলেও এই রং যেতে চায় না। তাই দোল খেলতে নামার আগে হাত ও পায়ের নখ কেটে নেইলপলিশ লাগিয়ে নিন।

৭) দোল খেলতে নামার আগে মূলতানি মাটি অনেকটা পরিমাণে মেখে ফ্রিজে রেখে দিন। দোল খেলে ফেরার পরে প্রথমে জল দিয়ে যতটা পারা যায় রং ধুয়ে নিন। তার পরে মুখে ও সারা গায়ে মূলতানি মাটির প্যাকটি মেখে অপেক্ষা করুন যতক্ষণ না প্যাকটি শুকিয়ে যায়। টান টান লাগলে আস্তে আস্তে ধুয়ে ফেলুন। রং তুলতে খুব ভাল সাহায্য করে এই প্যাক।

৮) দোলের পরে স্নান সেরে উঠে চোখে রোজ ওয়াটার স্প্ল্যাশ করুন। আরাম লাগবে। রংয়ের জন্য যদি ইরিটেশন হয় তবে অনেকটাই কমে যাবে।

৯) দাঁতে রং লেগে থাকলে নুন ও লেবুর রস দিয়ে দাঁত মাজুন অথবা কমলালেবুর খোসা নিয়ে দাঁতে ঘষুন। তবে বেকিং সোডা ব্যবহার করবেন না। এতে দাঁতের এনামেল ক্ষয়ে যায়।

১০) রং তুলে স্নান করার পরে অবশ্যই বডি লোশন বা ময়শ্চারাইজার লাগাবেন সারা গায়ে। মুখে ডে ক্রিম বা বেবি ক্রিম মাখবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়