মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ত্রিদেশীয় সিরিজ নিয়ে শঙ্কায় বাংলাদেশ

আগামীকাল কাল থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সাত বছর পর কোনো ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে। সিরিজটি বাংলাদেশের জন্য হতে পারে অনেক কিছু পাওয়ার। আবার হারাতেও হতে পারে অনেক কিছু। এই সিরিজে আশার সঙ্গে আছে বড় এক ভয়ও।

ত্রিদেশীয় সিরিজটিতে বাংলাদেশের সামনে আছে অন্তত দুই রকম সম্ভাবনা এবং চার রকমের আশঙ্কা। সম্ভাবনা দুটির যে কোনো একটি পেয়ে গেলে, বাংলাদেশ ২০১৯

সালের বিশ্বকাপের মূল আট দলে ঢুকে পড়বে সরাসরি। আর শঙ্কাগুলোর যে কোনো একটা আঘাত করে বসলে, চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে উঠবে বাংলাদেশের ‘প্রায়’ জীবন- মরণের ব্যাপার!

শঙ্কা বা ভয়ের কথা পরে হোক; আগে জানা যাক সম্ভাবনার কথা। কাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ যে পারফর্ম করেছে, তা যদি এই চার ম্যাচেও অব্যাহত থাকে এবং মাশরাফিরা যদি জিতে যান, তবে ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডের ছয় নম্বর সেরা দল হয়ে যাবে বাংলাদেশে। ওয়ানডে দলের তালিকায় বাংলাদেশের পয়েন্ট হবে ৯৭, নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপ।

আর যদি তুলনামূলক কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচ হেরেও যায়, তারপরও ছয় নম্বর উঠে যাবেন মাশরাফিরা। তবে পয়েন্ট হবে ৯৪ এবং বিশ্বকাপে উঠে যাবে বাংলাদেশ। সম্ভাবনা আপাতত এ দুটোই।

আর মাশরাফিরা যদি আয়ারল্যান্ডকে দুই ম্যাচে হারান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অন্য দুটি হেরে যান, তবে থাকবেন সাত নম্বরেই। তবে বর্তমান ৯১ পয়েন্ট কমে হবে ৯০। তাহলে নিচে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান যাবে কমে। তৈরি হবে ঝুঁকি। এই সমীকরণটাকে সম্ভাবনা নাকি শঙ্কা বলা যায়, সে ভার পাঠকের কাছেই রইলো!

আরেকটা সমীকরণেও ঠিক উপরের মতোই পরিণতি ঘটবে বাংলাদেশের। সেটা হলো আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড, দুই দলের বিপক্ষেই যদি মাশরাফিরা একটা করে ম্যাচ হারেন ও জিতেন। তাহলেও পয়েন্ট থাকবে ৯০, বাংলাদেশ থাকবে সাত নম্বরে এবং তৈরি হবে ঝুঁকি।

বাংলাদেশ যদি আয়ারল্যান্ডের কাছে এক ম্যাচ হারে এবং নিউজিল্যান্ডের কাছে দুটিই হারে, ঘটবে অধপতন। বাংলাদেশ নেমে যাবে আট নম্বরে। রেটিং দাঁড়াবে ৮৭। পরিস্থিতি যদি আরো খারাপ হয়, যদি বাংলাদেশ চার চারটা ম্যাচই হেরে বসে; রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ৮৩, বাংলাদেশের অবস্থান থাকবে আটে। এরপর যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই রকম হারের ধারা অব্যাহত থাকে, বিশ্বকাপ হয়ে উঠতে বহুদূরের বাতিঘর।

এই রকম আশার বেলুন উড়িয়ে এবং শঙ্কার মেঘ দেখতে দেখতেই কাল মাঠে নামবেন মাশরাফিরা। অনেক হিসাবনিকাশের এই সিরিজের দিকে তাই একটু বাড়তি মনোযোগই থাকবে বাংলাদেশি দর্শকদের।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি