থানায় কাঁধ-পিঠ টেপানোয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের একটি থানা সুলতানউইন্ড। সপরিবারে সেই থানায় অভিযোগ করতে গিয়েছিলেন মধ্যবয়সী এক পুরুষ। আপাতদৃষ্টিতে অসহায় সেই লোকটির প্রতি সহমর্মিতা দেখানোই কর্তব্য ছিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্টেশন হাউস অফিসার (এসএইচও) রামেশ্বর সিংয়ের। কিন্তু সেটি না করে তিনি অভিযোগ করতে আসা ব্যক্তিটিকে দিয়ে কাঁধ ও পিঠ টিপিয়েছেন।
গত বৃহস্পতিবার এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এতে ভীষণ চটেছে রাজ্যের পুলিশ বিভাগ। বরখাস্ত করেছে এসএইচওকে।
বাংলাদেশে একটি থানার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলা হয়। অন্যদিকে ভারত ও পাকিস্তানে এই পোস্টকে এসএইচও বলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অমৃতসর দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার (এসি) প্রাভজ্যোত সিং বলেন, ভিডিওর বিষয়টি আমলে নিয়ে এসএইচওকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।
‘ভুক্তভোগীদের সঙ্গে এসএইচওর আচরণ ও কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই তাঁকে বরখাস্ত করা হয়েছে’, বলেন প্রাভজ্যোত।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, এসএইচও যাঁকে দিয়ে কাঁধ-পিঠ টিপিয়েছেন, সেই অভিযোগকারীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন