থামছেনা নিহত ক্যাপ্টেন তানভীরের পরিবারে শোক, নাতির শোকে দাদার মৃত্যু

থামছেনা পাহাড়ি ভূমি ধসে নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তানভীর ছালাম শান্ত’র পরিবারে শোক। তানভীরের মৃত্যু সংবাদ যেন আর একটি মৃত্যু পরোয়ানা বয়ে এনেছে তার পরিবারে জন্য।
তানভীরের দাফনের কাজ চলছে এমন খবর শুনে প্রিয় নাতির শোকে (আজ বৃহস্পতিবার) সকাল ৯টায় নাতীর শোকে হৃদরোগে অক্রান্ত হয়ে মারা গেছেন দাদা আজিজ মোল্লা (৭৫)। ফলে নিহত ক্যাপ্টেন তানভীর আহম্মেদ শান্ত’র পটুয়াখালীর বাউফলের সিংহেরা কাঠী গ্রামের বাড়ীতে চলছে চরম শোকের মাতাম। স্বজনদের ক্রন্দনে আশপাশের পরিবেশ হয়ে উঠছে ভারী।
তানভীরের চাচা আবদুর রব রাকিব জানান, তানভীরের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই অস্তির হয়েছিলেন তার বৃদ্ধ দাদা হাজী আব্দুল আজিজ মোল্লা। আগত সবার সাথে বারবার তানভীরের স্মৃতিবিজড়িত নানা কথা বলে দু’চোখের চোখের পানি ফেলতেন।
তানভীরের চাচাতো ভাই তরিকুল ইসলাম জানান, একমাত্র সন্তান তানভীরের মৃত্যুর শোক শেষ না হতেই বারার মৃত্যর খবর শুনে এখন পাগল প্রায় তানভীরের বাবা ইঞ্জিনিয়ার আ. সালাম মোল্লা। পুত্র সালাম মোল্লা ঢাকা থেকে আশার পরেই তাকে বাউফলের সিংহেরা কাঠীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন