থেমে থেমে বৃষ্টিতে সারাদেশেই জনদুর্ভোগ
টানা বৃষ্টিতে যানজট ও জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। রাজধানীর বাইরে সারাদেশেই থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। শনিবারও টানা বৃষ্টি অব্যাহত থাকায় পানি বাড়ছেই এ সব এলাকায়। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে প্রতিনিয়ত। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তায় এই অবস্থা চললেও রোববার নাগাদ পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রাজধানীর মোহাম্মপুর, মালিবাগ, শান্তিনগর, মিরপুর, সহ বিভিন্ন এলাকায় দেখা যায় প্রধান সড়ক সহ বিভিন্ন সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কের বেহাল দশা, কোথাও কোথাও সড়কগুলোতে বড় আকারের গর্তেরও সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
পুলিশ কন্ট্রোল রুম থেকে তথ্যে জানা যায়, শান্তিনগর, মালিবাগ মোড়, শান্তিবাগ, মিরপুরের বিভিন্ন সড়কে বৃষ্টির পানি সরতে দেরি হচ্ছে। এছাড়া বাংলা মোটর, পান্থপথসহ ভিআইপি সড়কগুলোতেও যানজট লেগে রয়েছে। গুলশান ১ এবং যমুনা ফিউচার পার্কের সামনের এলাকায় পানি জমে যানজট সৃষ্টি হয়েছে। মহাখালী-ফার্মগেইট সড়কে বেলা ১২টার দিকে তীব্র যানজট ছিল।
পুলিশ কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে, মূলত বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা এবং সেই সঙ্গে ঈদের কেনাকাটার জন্য মানুষের ভিড় থাকায় বেশ কয়েকটি সড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে।মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। রোববার নাগাদ বৃষ্টি চলবে বলে আবহাওয়া অধিদপ্তরের আভাস।
ঢাকায় শুক্রবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এর পরিমাণ ৬৭ মিলিমিটার। শনিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে টেকনাফে। ভোর থেকে দিনের প্রথম ৬ ঘণ্টায় সেখানে ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তায় এই অবস্থা চললেও রোববার নাগাদ পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মাহমুদুল হক জানান, “অতি ভারি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। শনিবার দুপুরের পর তা কমতে পারে।”
রাজধানীর বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ঝিনাইদহ, চাঁদপুর, কুমিল্লা, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। যান চলাচলে বিঘœ ঘটার পাশাপাশি ফসলেরও ক্ষতির খবর পাওয়া গেছে এসব এলাকায়। এদিকে শুধুমাত্র কক্সবাজার ও বান্দরবানে ঢল ও পাহাড় ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন