দক্ষিণখানে একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান

রাজধানীর দক্ষিণখান থানার দলিয়া পাড়ার একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে দুটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই সময় কাউকে আটক করা যায়নি।
গতকাল শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মহানগর দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন, মোহাম্মদপুর থানায় কয়েকদিন আগে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গিয়েছিল, তার সঙ্গে এই আস্তানাটির মিল রয়েছে। তারও আগে বাড্ডা থেকে গ্রেফতারকৃত দুই জঙ্গির তথ্য মতে দক্ষিণখানের দলিয়া পাড়ার ২৪২ নম্বর বাড়ির ছয় তলা ভবনের চতুর্ত তলায় এই আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অভিযান চালিয়ে দুটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অত্যন্ত গোপনীয়ভাবে গতকাল মধ্যরাত থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন