দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডু প্লেসিসের ১৫ রানের আক্ষেপ
কেপটাউনের নিউল্যান্ডসে মঙ্গলবার ওয়ানডে ক্যারিয়ারে সেরা ইনিংস খেললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। এদিন ১৪১ বল খেলে ১৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৮৫ রান করে ফেরেন তিনি। এর আগে ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ছিল ১৩৩ রানের। ওয়ানডে ক্যারিয়ারে আজ তিনি অষ্টম সেঞ্চুরি করলেন।
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩ রানে ফিরে যান ওপেনার হাশিম আমলা। এরপর কুইন্টন ডি ককের সঙ্গে জুটি বাঁধেন ফাফ ডু প্লেসিস।
দু’জনে মিলে ১০০ রানের পার্টনারশীপ গড়েন। দলীয় ১০৩ রানে কুইন্টন ডি কক ফিরে গেলে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি বাঁধেন ডু প্লেসিস। এই জুটি থেকে আসে ১৩৭ রান। দলীয় ২৪০ রানে ডি ভিলিয়ার্স ফিরে গেলে ব্যাট করতে নামে জেপি ডুমিনি। ব্যক্তিগত ২০ রান করে দলীয় ২৮৭ রানে ফিরে যান ডুমিনি।
এরপর ফাফ ডু প্লেসিস ও ফারহান বিহারডাইন ঝড় চালাতে থাকেন। দলীয় ৩৬১ রানে সাজঘরে ফেরেন ফাফ ডু প্লেসিস। ইনিংস শেষে ফারহান বিহারডাইন ৩৬ রান করে ও ওয়েনি পারনেল ১ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন