‘দক্ষিণ আফ্রিকার মেয়েরা চার-ছক্কা বেশি মারে’
পাকিস্তান সফর থেকে কিছুই মেলেনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। সবগুলো ম্যাচ হেরে দিশে ফিরতে হয়েছিল সালমা খাতুনদের। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে তারা। লক্ষ্য, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি।
আগামী ২৮ অক্টোবর বাংলাদেশে আসার কথা প্রোটিয়া মেয়েদের। দলটি দক্ষিণ আফ্রিকা বলেই শক্তির হিসাবটা কষতে হচ্ছে। তবে বাংলাদেশ মহিলা দলের কোচ চাম্পিকা গামাগে সেসব নিয়ে ভাবছেন না। এই সিরিজটাকে তিনি বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন।
প্রোটিয়া মেয়েদের বিপক্ষে ভালো করার ব্যাপারে কথাটা আশাবাদী? লঙ্কান কোচ বলছেন, ‘এই সিরিজটাকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি মনে করি। টি-টোয়েন্টি আছে। ওয়ানডে আগে হবে। প্রস্তুতি ভালো হবে।’
তবে দক্ষিণ আফ্রিকার শক্তির কথাও মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশ কোচ। প্রোটিয়া মেয়েরা যে বেশি চার-চক্কা মারে সেটাও ভালো করে জানা আছে গামাগে’র, ‘দক্ষিণ আফ্রিকা ২ নম্বর দল। আমরা ৯ নম্বরে আছি। ওদের ফাস্ট বোলিং শক্তিশালী। একটু জোড়ে বোলিং করে ওরা। ব্যাটিংয়েও ওদের বেশ জোড়। দক্ষিণ আফ্রিকার মেয়েরা চার-ছক্কা বেশি মারে। এ ব্যাপারে একটু বেশি খেয়াল করতে হবে।’
পাকিস্তান সফরের মতো এই সিরিজেও নতুনরা সুযোগ পাচ্ছেন। গামাগে বলেন, ‘নতুন তিনজন পাকিস্তান গিয়েছিল। এই সিরিজেও ওরা আছে। আরো ৫ জন একটু অভিজ্ঞ। একজন পেসার আছে।’
নতুন যোগ হলেও পাকিস্তান সফরে যাওয়া কোনো ক্রিকেটার এই সিরিজ থেকে বাদ পড়েননি বলে জানালেন গামাগে, ‘৫ জন নতুন ক্রিকেটার আছে। পাকিস্তানে ১৫ জন খেলতে গিয়েছিল। ক্যাম্পে আছে ২০ জন। দুইজন ফাস্ট বোলার আছে। কেউ বাদ পড়েনি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন