দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা গুলি করে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে। তার ফখরুদ্দিন (৩০)।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে দেশটির ভেরিবার্গ শহরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহত ফখরুদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরগা বাড়ির কারী এরফান সিদ্দিকের ছেলে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ৫ম। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ভাই তাজ উদ্দিন জানান, গত কয়েকদিন ধরে ফখরুদ্দিনের কাছে ওই দেশের কয়েকজন সন্ত্রাসী মোটা অংকের অর্থ চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে শুক্রবার বিকালে ফখরুল ভেরিবার্গ শহর থেকে নিজ দোকানের জন্য মালামাল নিয়ে গাড়িযোগে ফেরার পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে।
এ সময় সন্ত্রাসীরা ফখরুদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে পায়ে, পরে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফখরুদ্দিনের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন