দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে ৬ জন কৃষ্ণাঙ্গকে রাখতেই হবে, কিন্তু কেন?
ফের বর্ণবিদ্বেষ মাথা চড়া দিয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে। দেশটির নানা সেক্টরের ন্যায় ক্রিকেটেও বর্ণ নিয়ে কথা হচ্ছে ব্যাপক।
এখন থেকে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ৬জন কৃষ্ণাঙ্গ ক্রিকেটারকে রাখতেই হবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। তার মানে পারফরম্যান্স যাই হোক দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলে সুযোগ পেতে সবার আগে লাগবে গায়ের রঙ।
৬জন কৃষ্ণাঙ্গ, ৫ জন শ্বেতাঙ্গ। ৬ জন কৃষ্ণাঙ্গের মধ্যে আবার ২ জন আফ্রিকান কৃষ্ণাঙ্গ থাকতেই হবে। এমনভাবেই সাজবে এবি ডেভিলিয়ার্সের জাতীয় দল। ধীরে ধীরে তিন ধরনের ফরম্যাটেই এই নিয়ে চালু হয়ে যাবে।
এতদিন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে বেশি শ্বেতাঙ্গ ক্রিকেটারদেই খেলতে দেখা যেত। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাত্র তিনজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছে।
রাবাদা ছাড়া কোনও কৃষ্ণাঙ্গ ক্রিকেটারই জাতীয় দলে নিয়মিত নন। নতুন নিয়ম চালু হলে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সে প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন