শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“দরকার হলে ঘরে ছয়মাস বসে থাকবো তবুও ফাতরা টাইপের সিনেমা করব না”

আসলেন, দেখলেন এবং জয় করলেন। তিনি লাখো ভক্তের প্রিয় নায়ক এবং অনেকেরই স্বপ্নের পুরুষ। বলা হচ্ছে ঢালিউডের কিংখ্যাত নায়ক শাকিব খানের কথা। বর্তমানে ভিন্ন গতিতে তিনি ঢালিউডে কাজ করছেন। আগের মতো সারামাসই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে চান না তিনি। বছরে দশ-বারোটা ছবি না করে বুঝেশুনে চার-পাঁচটি ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি বেশ বুঝেশুনে সামনের কাজগুলো করতে চাই। দরকার হলে ঘরে ছয়মাস বসে থাকবো তবুও ফাতরা টাইপের সিনেমা করব না আর। অস্ট্রেলিয়ায় আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ ছবিটি করতে গিয়ে অনেক কিছু দেখলাম। যাবার সময় এক ধরনের গল্প শোনানো হয়েছিল। কিন্তু শুটিং স্পটে গিয়ে দেখি আরেক কান্ড। আশিক নিজেই হাতে হ্যান্ডি ক্যাম নিয়ে শ্যুট করছে। ছবিতে তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আমি তো অস্ট্রেলিয়া ঘুরতে যাইনি। ভালো একটি কাজ করার আশায় গিয়েছি। আমার পাশাপাশি মিশা সওদাগরেরও এসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে।

এ ছবির শুটিংয়ে একটি ভালো মেকাপম্যানও ছিল না। দর্শক তো সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার সময় ধোকা খাবে। আমি অনেক বলে বলে বিভিন্ন লোকেশনে শট নেয়ার চেষ্টা করেছি। শাকিব আরও বলেন, টেকনোলজিকে মাইনাস করলে তো আর সিনেমা হবে না। শুধু পরিচালক না, একজন ভালো মেকাপম্যান, ড্রেসম্যান, টেকনিশিয়ানসহ পুরো টিম ভালো না থাকলে সেটা যথার্থভাবে সিনেমা হয় না। ‘আয়নাবাজি’ ও ‘শিকারি’ তার প্রমাণ।

‘আয়নাবাজি’ ছবি কেনো মানুষ পছন্দ করেছে তার অনেক কারণ রয়েছে। তাদের প্রি ও পোস্ট প্রোডাকশন এবং নির্মাণ সব কাজই ভালো হয়েছে, মেকাপম্যান মুম্বই থেকে এনেছে, কাহিনীটা ভালো, মেধাবী চিত্রগ্রাহক রাশেদ জামান পুরো ঢাকাকে সুন্দর করে তার ক্যামেরায় তুলে ধরেছেন। সবকিছু মিলে ছবিটি ভালো হয়েছে। পাশাপাশি আমার অভিনীত ‘শিকারি’ ছবিটি অস্ট্রেলিয়াতেও দর্শক পছন্দ করছেন। তাই দরকার হলে গ্রামের সুন্দর সিনেমা করব। কিন্তু আজে বাজে ছবি আর করব না। কারণ এই ধরনের ছবি হতে থাকলে ইন্ডাস্ট্রি আরও ডুববে। এসব ছবি দিয়ে এই ইন্ডাস্ট্রির ভালো কিছু হবে না। খামাখা সকলে বলে যে, সিনেমা চলে না ভাই! সত্যি বলতে চাপাবাজি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি আগাবে না। অমিতাভ রেজা একজন মেধাবী লোক। নতুন করে তার মেধার পরিচয় দেয়ার কিছু নেই। এ ধরনের মেধাবী নির্মাতা আমাদের ইন্ডাস্ট্রিতে আরও প্রয়োজন। আর আমাদের দেশেই মেধা রয়েছে। তাদেরকে সুযোগ করে দিতে হবে। প্ল্যানিং ছাড়া কোনো ছবি নির্মাণ করাই ঠিক না। ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, ঈদ এভাবে টার্গেট করে ছবির কাজ সামনে করব। কারণ একটি সুপারহিট সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেকদিন বাঁচিয়ে রাখে।

সম্প্রতি শাকিব খান হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী পাওলি দাম। বর্তমানে এ ছবির ডাবিং চলছে। এছাড়া বাকি থাকা বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, কালাম কায়সারের ‘মা’, আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবির কাজগুলোও শেষ করছেন শাকিব। আর চলতি মাসে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের নতুন ছবিতে কাজ করতে ভারতে যাচ্ছেন এই অভিনেতা।

আসছে নতুন বছরের ভালোবাসা দিবসে এ ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। এ ছবিটি নিয়ে শাকিব খান বলেন, যা কিছু হবে ভালো কিছু হবে। দর্শকের জন্য ভালোবাসা দিবসে এটা বিশেষ উপহার থাকছে। আর সব প্রযোজককে আমি একটা কথাই বলি যে, দরকার হলে ছবি বানাবেন না প্লিজ। তারপরও সিনেমা হলে গিয়ে দর্শক যেন খারাপ ছবি না দেখে। কারণ একটি সুপারহিট ছবি চার সপ্তাহ সিনেমা হলে চলে। সেই ধরনের ছবিতেই কাজ করার ইচ্ছে রয়েছে। আর একজন স্টার কম্প্রোমাইজ করলে ইন্ডাস্ট্রি আরও ধ্বংসের দিকে যাবে। তাই সামনে আরও ভালো কাজ দিয়ে বাংলা ছবিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। সূত্র: মানবজমিন

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন