দরজা ভেঙে শিক্ষক দম্পতিকে কোপাল দুর্বৃত্তরা
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসায় কলেজশিক্ষক দম্পতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক দম্পতি হলেন কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা বিভাগের প্রধান আলী ইসা (৫২) ও কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সামসুন্নাহার খানম (৪৫)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আলী ইসা জানান, গতকাল মধ্যরাতে তাঁদের হাউজিং ই-৩৭১ নম্বর বাড়িতে চার-পাঁচ দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তদের একজন রড দিয়ে তাঁকে আঘাতের চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর স্ত্রী সামসুন্নাহার এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় তাঁদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে কারা কলেজশিক্ষক দম্পতির ওপর এ হামলা চালিয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন