দরদির নদী

এক দরদি ব্যক্তি তার সব কিছু উজাড় করে গরিব কৃষক ও গ্রামবাসীর জন্য নদী তৈরি করছেন। ৮ কিলোমিটার দীর্ঘ এই কৃত্রিম নদীর চার ভাগের এক ভাগ কাজ গত তিন মাসে শেষ হয়েছে।
ভারতের গুজরাট রাজ্যের আমরেলি জেলায় তৈরি হচ্ছে এই নদী। গুজরাটের হীরা ব্যবসায়ী জেরামভাই থেসিয়া (৬৫) একাই অর্থ বিনিয়োগ করে জেলার বাবরা গ্রামে তৈরি করাচ্ছেন নদীটি।
জেরামভাই থেসিয়া কৃষক পরিবারের সন্তান। ছোটবেলায় তিনি দেখেছেন পানির জন্য তার গ্রামের লোকজন কী অসহনীয় কষ্ট ভোগ করতো। সেই সময়ে তিনি স্থির করেন, যদি কোনো দিন ধনী হতে পারেন, তাহলে গ্রামের জন্য কিছু করবেন। জেরামভাই থেসিয়া এখন সুরাটের সফল হীরা ব্যবসায়ী। অর্থকড়ির অভাব নেই।
ছোটবেলার সেই আত্মপ্রতিশ্রতি তিনি রেখেছেন। গ্রামে ফিরে গেছেন। এক ফোঁটা পানির জন্য গ্রামবাসীর হাহাকার তিনি দেখে আসছেন। পানির জন্য কৃষকরা চাষ করতে পারে না। এই কষ্ট থেকে গ্রামবাসীকে বাঁচাতে তিনি নদী কাটা শুরু করেছেন। এই নদী সচল থাকলে কৃষকদের কষ্ট অনেকটা লাঘব হবে।
থেসিয়া বলেছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি গরিব কৃষকদের জন্য কাজ করে যাবেন। এই কাজে আমার স্ত্রীও সঙ্গে রয়েছে। সে শ্রমিকদের জন্য খাদ্যের ব্যবস্থা করে।
নিজের টাকা দিয়ে নদী কাটার সব সরঞ্জাম কিনেছেন থেসিয়া। সরকারের কাছ থেকে কোনো প্রকার সাহায্য না নিয়েই নদীর চার ভাগের এক ভাগ কেটে ফেলেছেন। নদী কাটা শেষ হলে নদীরক্ষা বাঁধ তৈরি করার পরিকল্পনা রয়েছে তারা।
গুজরাটের আমরেলি খরাপ্রবণ এলাকা। পানির সংকটই এখান মানুষের প্রধান সমস্যা। থেসিয়া জানান, তিনি এমন ব্যবস্থা করতে চান যেন আগামী ৫০০ বছর তার গ্রামের মানুষ পানির কষ্ট না পায়। নদী হলে ফসল হবে, সবার মুখে হাসি থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন