দর্শকের রায়ের অপেক্ষায় আছি : জিৎ

‘প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছি। এখানকার মানুষ টিভিতে দেখে, আমাকে পছন্দ করেন। এখন সিনেমা হলে দর্শক আমাকে কীভাবে নেয়, সেটা দেখার অপেক্ষায় আছি।’ গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকায় এক সংবাদ সম্মেলনে কলকাতার নায়ক জিৎ এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান। এ সময় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আসছে ঈদে মুক্তি পাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বাদশা’। ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক জিৎ ও বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। অনুষ্ঠানে ফারিয়াও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিৎ আরো বলেন, ‘দীর্ঘদিন ধরেই যৌথ প্রযোজনার ছবি হয়ে আসছে। কিন্তু বিষয়টি আমার জন্য নতুন। সে কারণে আমার আগ্রহটাও বেশি ছিল। ছবিটি রিলিজের কাছাকাছি সময়ে চলে আসছি। এখন দেখার অপেক্ষায় আছি, দর্শক কীভাবে নেয়। কিছুটা টেনশন, কিছুটা প্রেশার আছে, কিছুটা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছি। আমার খুব ভালো লাগছে এখানে কাজ করতে পেরে। এখন শুধু দর্শকের রায়ের অপেক্ষায় আছি।’
জিৎ ও ফারিয়া ছাড়াও ‘বাদশা’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক ফেরদৌস, ভারতের অভিনেত্রী শ্রদ্ধা দাস প্রমুখ। ‘বাদশা’ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের প্রযোজক আবদুল আজিজ ও কলকাতার বাবা যাদব। ঢাকার জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ছবিটির কলকাতার প্রযোজক এস কে মুভিজ।
ঢাকায় জিতের এটি তৃতীয় সফর। এর আগে প্রথমবার ২০১৩ সালে ঢাকায় এসেছিলেন দুই বাংলার চলচ্চিত্র-সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে। আর দ্বিতীয়বারের মতো ‘বাদশা’ ছবির শুটিংয়ে গেল মার্চে ঢাকায় এসেছিলেন তিনি। তবে তখন কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি জিৎ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন