মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দর্শনায় সরকারি ভবন নির্মাণে হরিলুট!

জেলার দর্শনায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে কৃষি অধিদপ্তরের নতুন ভবন। নবনির্মিত ভবনে শো পিলার ঢালাইয়ে ব্যবহৃত হচ্ছে রডের সাথে বাঁশের চটা। শুধু তাই নয়, অবাক করার মত ঘটনা ভবনের নির্মাণ কাজ করা হতো রাতের আধারে। আর তাইতো স্থানীয়দের প্রশ্ন দিনের পর দিন এতবড় ভবনে এতবড় অনিয়ম হলেও যাদের দেখার দায়িত্ব ছিলো তারা কি করতো।

সাধারণ মানুষের অভিযোগ সরকারি ভবন নির্মাণে ঠিকাদারদের এই জঘণ্য কাজ পুকুর চুরি নাকি হরিলুট?

স্থানীয় এলাকাবাসী জানান, গত বছরের ১ ডিসেম্বর নতুন এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কাজের উদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান। কিন্তু উদ্বোধনের পরই ভবনের নির্মাণ কাজ করা হতো রাতের আধারে। এই নিয়ে স্থানীয়দের কৌতূহলেরও কমতি ছিলো না।

প্রত্যক্ষদর্শী পরান, নাহিদ পারভেজ ও রুবেল জানায়, বুধবার বিকালে আমরা কয়েক বন্ধু ভবনের আশপাশে যেয়ে ভবনের শো পিলার ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহার করা দেখতে পাই। শুরু হয় তুলকালাম। খবর পেয়ে স্থানীয় শত শত মানুষ ভিড় জমায় ওই ভবনের সামনে।

পুকুর চুরি ঢাকতে এলাকাবাসীর সাথে দেনদরবারে ব্যস্ত হয়ে ওঠে ঠিকাদারের প্রতিনিধি দল। কিন্তু সব চেষ্টা বিফলে যায় ঠিকাদারের নিয়োজিত প্রতিনিধি দলের। এক পর্যায়ে ঢালাইকৃত পিলার হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে আর সাথে সাথে বের হতে থাকে ঠিকাদারদের জঘণ্য প্রমাণ। সেখানে দেখা যায় ঢালাইয়ে রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশের চটা। জনগণের রোষানল থেকে বাঁচার জন্য ঠিকাদার প্রতিনিধি দলটি সটকে পড়ে।

স্থানীয় বাসিন্দা স্কুলশিক্ষক রহমত আলীর প্রশ্ন ৫ তলা ফাউন্ডেশনের সরকারি ভবনের পিলারে রডের বদলে বাঁশের চটা দেখে হতবাক আমি। তিনি জানান, সরকারি এই কাজে এতবড় অনিয়ম কিভাবে সম্ভব হয়?

এ ব্যাপারে নির্মিত ভবনের পর্যবেক্ষণে থাকা উপ-সহকারী প্রকৌশলী শুব্রত ভবন নির্মাণের বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে নিজেকে রক্ষা করার জন্য সাংবাদিকদের জানান, আমি গত ৩-৪ দিন নির্বাচনী ছুটির জন্য বাইরে ছিলাম আমি এ ব্যাপারে কিছুই জানি না।

প্রকৌশলী রবিউল ইসলাম তিনিও একই সুরে সুর মিলিয়ে নিজ দায়িত্ব অবহেলার কথা এড়িয়ে গিয়ে বলেন, আমি বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে যাব। যারা এ কাজটি করেছে তারা এটি অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা কামরুন নাহার মিতা জানান, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। বিষয়টি জানার পরে আমি কাজ বন্ধ ও শো পিলারগুলো ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছি এবং বিষয়টি উচ্চপর্যায়ে অবহিত করেছি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য।

এদিকে, বিষয়টি নজরে আসার পর বৃহস্পতিবার পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, জেলা কৃষি কর্মকর্তা নির্মল কুমার দে ও দামুড়হুদা কৃষি কর্মকর্তা সুফি রফিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ