দলকে চাঙ্গা রাখতেই কল্পিত ছবি তোলা: স্যামি

রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি মাঠে ফিল্ডিংয়ের সময় নিজের নানা সৃজনশীলতার নিদর্শন দেখান। আজকের খেলায় দেখা গেলো কেসরিক উইলিয়ামস একেকটা উইকেট নেন আর তাকে ঘিরে ছবি তোলার ভঙ্গিমায় অদ্ভুতভাবে তা উদযাপন করছেন।
আবার একইভাবে কল্পিত অদৃশ্য ক্যামেরায় অন্য সতীর্থরা এসে ছবি তুলেন ফরহাদ ও স্যামির।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলকে চাঙা রাখতেই এমন উদযাপন করেছেন বলে জানান স্যামি।
তিনি বলেন, এ ধরনের উদযাপন আপনাকে ভালো খেলার প্রেরণা জোগাবে। ভেবে দেখেন এটা কেমন অনুভব হয় যখন আমরা সেলফি তুলি। এ কথা বলেই আবার সংবাদ সম্মেলনেই সেলফি তোলার ভঙ্গি করেন।
তবে মাঠে এমন উদযাপন আগে থেকে কিন্তু পরিকল্পনা করে করেননি কিংসরা।
স্যামি বলেন, আমরা সবাই ছবি তুলতে পছন্দ করি এবং নিয়মিত ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছবি পোস্ট করি। তাহলে কেন আমরা ক্রিকেটে ছবি তুলবো না। যখন আপনি ভালো ক্রিকেট খেলবেন তখন এ ধরনের উদযাপন আপনার ভেতর থেকেই চলে আসবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন