দলিত ছাত্রের ওপর পাশবিক নির্যাতন, ভিডিও নিয়ে ইন্টারনেটে তোলপাড় (ভিডিও সহ)
ভারতের বিহার রাজ্যের মোজাফফরপুর এলাকার সরকারি একটি স্কুলের শ্রেণিকক্ষে দলিত এক ছাত্রের ওপর পাশবিক নির্যাতন হয়েছে। স্কুলের অন্য দুই ছাত্র নির্দয়ভাবে মারধর করেছে ওই কিশোরকে।
এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ইন্টারনেটে সয়লাব হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, বেঞ্চে বসা স্কুলড্রেস পরা কিশোরকে নির্দয়ভাবে মারছে অপর দুই ছাত্র। ওই দুই ছাত্র কুখ্যাত এক খুনির ভাই ও ছেলে।
মারধরের শিকার হওয়ার পর ওই দলিত ছাত্র মায়ের সঙ্গে কিছু সময় কাটায়। এরপর সে গণমাধ্যমকে বলে, স্কুলের ওই দুই ছাত্র রোজ তাকে মারধর করত। তাদের একজন তার সহপাঠী, অন্যজন জুনিয়র।
খোঁজ নিয়ে জানা যায়, মারধরের শিকার ছাত্রের বাবা একজন শিক্ষক, যিনি ছেলের স্কুলের পাশের একটি গ্রামে দুই মেয়েকে নিয়ে থাকেন।
দলিত ছাত্রটি মোজাফফরপুরে নানির বাড়িতে থেকে সরকারি স্কুলে লেখাপড়া করে। নিম্নবর্ণের হওয়ার পরও পড়াশোনায় ভালো করা এবং শ্রেণিকক্ষে সামনের বেঞ্চে বসার কারণে উচ্চবর্ণের দুই ছাত্রের রোষানলে পড়ে সে। দুজন মিলে গত দুই বছর ধরে নির্যাতন করে আসছিল তাকে।
দলিত ছাত্রটি গণমাধ্যমকে বলেছে, দুই স্কুলছাত্র তার মুখে থুতু দিত। এ বিষয়ে সে শিক্ষকদের কাছে অভিযোগও করেছে। কিন্তু শিক্ষকরা তাকে বলেছে, দুই স্কুলছাত্রের একজনের বাবা ভয়ংকর সন্ত্রাসী। তাই তার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।
মারধরের শিকার দরিদ্র কিশোর পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। এমন পরিস্থিতিতে নিতীশ কুমারের নেতৃত্বাধীন রাজ্য সরকারের কাছে সাহায্য চেয়েছে সে।
https://youtu.be/vdC3iS1kGkI
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন