‘দলীয় কোন্দলের কারণে গোলাম মোহাম্মদ বাদলের লোকজন বারীর বাসায় হামলা করেছে’ মনিরুজ্জামান
ময়মনসিংহের ত্রিশালে ট্রেনের টিকিট কাটাকে কেন্দ্র করে যুবলীগের অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বাসায় হামলা চালানো হয়। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ টায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের কর্মীরা এই হামলা চালায়।
পুলিশ জানায়, ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া রেল স্টেশনে কাউন্টারে বালিপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের আত্মীয় মাসুদ ও চেয়ারম্যানের ছেলে আদনান ট্রেনের টিকিট কাটতে যায়। এসময় টিকিট মাস্টার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বড় ভাই নবী হোসেনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে গোলাম মোহাম্মদ বাদলের কর্মীরা যুবলীগের অফিস ভাঙচুর করে। এসময় তারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বাসাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। হামলায় আব্দুল বারীর স্ত্রীসহ চার নারী আহত হয়েছে। এরা হলেন- বারীর স্ত্রী রোজী আক্তার, মেয়ে রুনা আক্তার, ভাবী রাবিয়া আক্তার ও কবিতা। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ‘দলীয় কোন্দলের কারণে গোলাম মোহাম্মদ বাদলের লোকজন বারীর বাসায় হামলা করেছে এবং যুবলীগের অফিস ভাংচুর করেছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন