দলীয় প্রতীকেই পৌর-নির্বাচন, মন্ত্রিসভায় অনুমোদন

অবশেষে দলীয় প্রতীকেই স্থানীয় সরকার তথা পৌরসভা নির্বাচন হচ্ছে। এ বিধানটি রেখে সংশোধিত স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০১৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। ইতোপূর্বে এ আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনটি অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
আইনটি সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইতোপূর্বে এ আইন সম্পর্কে যে অধ্যাদেশটি জারি করা হয়েছিলো সেটির কোনো পরিবর্তন না করে মন্ত্রিসভা নীতিগত চূড়ান্ত অনুমোদন দিল।’
তিনি বলেন, ‘এ আইনে পৌরসভা নির্বাচনে প্রার্থীকে রাজনৈতিক দলের সদস্য হতে হবে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও এ নির্বাচনে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এতে দলীয় প্রতীকেই তাদের নির্বাচন করতে হবে।
স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশে বলা হয়েছে- ‘কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হইতে হইবে।’
এদিকে মন্ত্রিসভা বিমা করপোরেশন আইন ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। এ আইনে বাণিজ্যিক বিষয়টির সঙ্গে জনসার্থের বিষয়টি যুক্ত করতে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে। এছাড়া আন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ধন্যবাদ জানান। একইসঙ্গে মন্ত্রিসভার তরফ থেকেও মাতৃভাষা ইনস্টিটিউট দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন