বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

দলীয় প্রতীক ইউপি নির্বাচনে প্রাণহানির জন্য দায়ী নয়

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনার জন্য দলীয় প্রতীক দায়ী নয় বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘কেউ যদি বলেন দলীয় প্রতীকে নির্বাচন করায় সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটছে, আমি বলব তিনি মোটেই ঠিক বলেননি। প্রাণহানির জন্য স্থানীয় কোন্দল ও ব্যক্তিগত রেষারেষিই দায়ী। এসব ঘটনা আমাদের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করবে না।’

আজ বিকেলে মুঠোফোনে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘দেশের বিকাশমান গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে এমনকি প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মহৎ লক্ষ্যকে সামনে রেখেই প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এ উদ্যোগ যাতে সফল না হয়, সে জন্য একটি মহল শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। প্রাণহানি ও সহিংসতার পেছনে তাদের হাতও থাকতে পারে।’

বিএনপির সমালোচনা করে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের অন্যতম এ উদ্যোক্তা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তৃণমূলের সরাসরি অংশগ্রহণ হয়ে থাকে। এ কারণে এ ধরনের নির্বাচনগুলোতে মারামারি ও সংঘাতের মতো ঘটনা আগেও ঘটেছে। এবারও তার ব্যতিক্রম আমরা দেখছি না। কিন্তু এ নিয়ে বিএনপি তাদের পুরোনো অভ্যাস অনুযাযী দোষারোপের রাজনীতি শুরু করেছে। তাদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সুপারিশ বা বক্তব্য আমরা পাইনি। বিএনপি চাচ্ছে মূলত টোটাল নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করতে।’

বিএনপি তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। তাদেরকে নির্বাচনে ধরে রাখার কোনো উদ্যোগ সরকার নেবে কি না? এমন প্রশ্নের জবাবে এলজিআরডিমন্ত্রী বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর যেমন পূর্ণ অধিকার রয়েছে, আবার নির্বাচন অংশগ্রহণ না করার অধিকারও রয়েছে। নির্বাচনে না এলে যে কি ক্ষতি হয়, সেটা বুঝেই তো তারা নির্বাচনে এসেছে। আমরা সবাইকে নিয়েই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।’

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো রাজনৈতিক পরিচয় দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনকে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আমাদের নির্বাচন কমিশন অনেক ক্ষমতা রাখে। নির্বাচনের সময় প্রশাসন তাদের নিয়ন্ত্রণে থাকে। কাজেই তারা যদি ক্ষমতা প্রয়োগ না করে তাহলে আমরা তো সে ক্ষেত্রে কিছু করতে পারি না।’

এ সময় মন্ত্রী সামনের নির্বাচনগুলোতে যাতে প্রাণহানি ও সহিংসতার ঘটনা শূন্যের কোটায় আসে সে জন্য নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের আশা সবাই করে। আমরাও এটাই চাই। সংঘাতহীন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যে সহযোগিতাই চায়, সরকার তা দিয়ে থাকে। আশা করছি সামনের নির্বাচনগুলো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা রাখবে।’

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপে কোনো ভুল রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে জেলা প্রশাসন অনুষ্ঠান করত। এটা এখন নির্বাচন কমিশনের হাতে দেওয়া হয়েছে। এখন এ বিষয়টি আমাদের গভীরভাবে ভেবে দেখার সময় এসেছে। চিন্তাভাবনা করেই দেখতে হবে আমাদের পদ্ধতির পরিবর্তনে ভুল রয়েছে কি না। তবে এ নিয়ে আগাম কিছু বলতে পারছি না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়: মাইনুল হাসান

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ‘শারীরিকবিস্তারিত পড়ুন

দুর্গাপূজায় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ

অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কি না এ নিয়ে বেশ কিছু দিন ধরে আলোচনা চলছে। এরইমধ্যে জানা গেল, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।বিস্তারিত পড়ুন

প্রচলিত দলগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তরুণদের দল গঠন করতে হবে: ফরহাদ মজহার

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের মাধ্যমে প্রকাশিত ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশেরবিস্তারিত পড়ুন

  • কলেজছাত্র ইলহামের চিকিৎসায় তারেক রহমানের বিশেষ উদ্যোগ
  • সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: হাসান আরিফ
  • রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বানে ড. ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি 
  • জাতিসংঘ অধিবেশনে বিশ্বব্যাপী অস্থিরতা নিরসনের প্রচেষ্টাই মূখ্য হয়ে উঠবে
  • ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে: তারেক রহমান
  • সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক, শর্ত চার
  • কেজরিওয়ালের পদত্যাগের পর কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? আলোচনায় আছেন যারা 
  • মহানবীর আদর্শে বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ধর্ম উপদেষ্টা
  • নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে শেহবাজ শরিফের 
  • কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার