রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দলের দুঃসময়ে মুশফিকের লড়াই

দুই শ পূরণ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। এই মুহূর্তে তরুণ মোসাদ্দেক হোসেনকে সঙ্গী করে লড়াই চালিয়ে যাচ্ছেন ‘মি. ডিপেনডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।

এই দুজনের ব্যাটিংয়ে জয়ের একটি ক্ষীণ আশা উঁকি দিচ্ছে টাইগার শিবিরে। যদিও এই দুজনের পর আর কোনো স্বীকৃত ব্যাটসম্যান নেই বাংলাদেশ দলে। বল হাতে রাজত্ব করছেন জেমস নিশাম। কিন্তু ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

আক্রমণাত্মক ব্যাটিং করার তাড়া থাকলেও ধীর গতিতেই ইনিংস শুরু করে দুই ওপেনার তামিম-ইমরুল। ব্যাটসম্যানদের মধ্যে বাজে শট খেলে আউট হওয়ার প্রবণতা ছিল লক্ষণীয়। ইংল্যান্ড সিরিজে ভালো করে নিউজিল্যান্ড সিরিজেও ইনিংস শুরুর দায়িত্ব পান ইমরুল। কিন্তু কাজে লাগাতে পারেননি। নিজের ফেস করা দ্বিতীয় বলে ক্যাচ দিয়েও টিম সাউদির কল্যাণে বেঁচে যান তিনি। সেই সুযোগের সদ্ব্যবহার না করে ২১ বলে ১৬ রান করে টিম সাউদির বলে রঞ্চির হাতে পরিস্কার ক্যাচ দিয়েও রিভিউ নেন ইমরুল। এই রিভিউটি নষ্ট না হওয়ার কোনো কারণ ছিল না।

এরপর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন ইংল্যান্ড সিরিজের পর দলে ফেরা সৌম্য সরকার। তার ব্যাটিং দেখে মানে হচ্ছিল তিনি স্বচ্ছন্দ বোধ করছেন না। অনুশীলন ম্যাচে তার সেই ব্যাটিং ঝলকের ছিটেফোঁটাও দেখা গেল না আজ। শুরু করলেন ধীরগতিতে। ৮ বলে মাত্র ১ রান করে জেমস নিশামের বলে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি।

সৌম্যর পর ব্যাটিং করতে আসা নির্ভরতার প্রতীক বলে খ্যাত মাহমুদ উল্লাহ রিয়াদও ব্যর্থ। কোনো রান না করেই নিশামের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তামিম এব সাকিব আল হাসান। কিন্তু দুজন মিলে ৩৩ রানের জুটি গড়তেই সেই নিশামের বলে অদ্ভুত এক শট খেলে ডিপ পয়েন্টে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তামিম (৩৮)। এরপর ৫০ বলে নিজের ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন সাকিব। এর কিছু পরই ৫৪ বলে ৫ চার এবং ২ ছক্কায় ৫৯ রান করে ফার্গুসনের বলে টিম সাউদির হাতে ক্যাচ দেন তিনি। এর আগের বলেই একটি বিশাল ছক্কা হাঁকান তিনি। সুবিধা করতে পারেননি সাব্বির রহমানও। ১১ বলে ১৬ রান করে ফার্গুসনের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

এর আগে হ্যাগলি ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। টাইগার ক্যাপ্টেন মাশরাফি বলেন তিনি টসে জিতলে অবশ্য বোলিং বেছে নিতেন। কিন্তু টম ল্যাথামের সেঞ্চুরি আর মনরোর সেঞ্চুরির কাছাকাছি ইনিংসে ভর করে ৩৪১ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। বাংলাদেশের বোলাররা তাদের ৭ উইকেট নিতে সক্ষম হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি