দলে থেকে বাদ পড়া নিয়ে এই প্রথম মিডিয়ায় মুখ খুললেন আফ্রিদি
ক্যারিয়ারের বাজে অবস্থানে রয়েছেন পাকিস্তান দলের অলরাউন্ডান শহীদ খান আফ্রিদি। তার নেতৃত্বেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে হারে পাকিস্তান। দলের এহেন ব্যর্থতার পর তদন্ত কমিটি গঠন করে দেশটির ক্রিকেট বোর্ড। আর তদন্তে সব দোষ এসে পড়ে আফ্রিদির ঘাড়ে। সেই তদন্ত কমিটি আফ্রিদিকে অধিনায়কের আসন থেকে সরিয়ে দিতে বোর্ডের কাছে সুপারিশ করে। পরে অবশ্য আফ্রিদি নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন।
কিন্তু এ ব্যাপারে এতোদিন চুপ ছিলেন আফ্রিদি। তবে এবার দেশটির স্থানীয় পত্রিকা ডনকে বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে, মানুষ আমার নামে অপবাদ দিয়েছে এবং আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে।’
কারো নাম উল্লেখ না পাকিস্তান ক্রিকেটের এই তারকা বলেন, ‘তারা (কর্মকর্তা) নিজেদের পদ বাঁচানোর চেষ্টা করেছেন। আর মিডিয়ার শিকার হয়েছি আমি।’
তিনি আরো বলেন, ‘আমরা বাজে খেলেছি এবং ফলস্বরূপ হেরেছি। কিন্তু এর জন্য শুধু একজনকে দায়ী করা ঠিক নয়। এটি দলের সবার ব্যর্থতা।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন