“দল জেতার চেয়ে বড় কিছু নাই”
বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বলেছেন ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের অর্জনই বড়। দল জিতলে শূন্য রান করলেও তামিমের আফসোস নেই।
চ্যাম্পিয়ন্স ট্রফিত নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়ের ম্যাচে কোনো রান করতে পারেন নি তামিম। তবে শূন্য রানে আউট হয়েও খুশি তামিম, কেননা দল জিতেছে। এই প্রসঙ্গে তামিম বলেন, “দলের প্রয়োজনে ব্যক্তিগত পারফরম্যান্স আমি উপভোগ করি। তবে দিন শেষে এটা নির্ভর করে, দল কেমন করলো। এটা কোন বিষয় না আমি তামিম কিংবা অন্য কেউ কি করলো! দলের জয় সবচেয়ে বড়।”
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রান করতে না পারলেও এর আগের দুই ম্যাচে তামিম করেছিলেন ১২৮ ও ৯৫। তবে এগুলো ইনিংসের জন্য তামিমের আফসোস দল জিতে নাই। এই প্রসঙ্গে এই বামহাতি বলেন, “যদি আমার দল না জিততো, তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য আমার খারাপ লাগতো। কিন্তু আমি ডাক মারলেও সেটা ব্যাপার না যদি দল জিতে। খারাপ দিন ক্রিকেটে আসেই। আমার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য খারাপ লাগে। এটা অসাধারণ হতো যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুইটি শতক থাকতো।”
সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে আবার সেঞ্চুরী আসবে কিনা এমন প্রশ্নে তামিম বলেন, “দেখা যাক। ক্রিকেটে আগে থেকে কিছু বলা যায় না। আমি আমার সেরাটা দেয়া বন্ধ করবো না, কখনোই না।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন