দল নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান, অধিনায়কত্ব হারাতে পারেন আজহার

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। ওয়ানডে ফরম্যাটে তেমন একটা ভালো করতে পারছে না দল। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তো তাদের পারফরম্যান্স খুবই বাজে ছিল। তাই দল নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে কারণে অধিনায়কত্ব হারাতে পারেন আজহার আলী।
আর ওয়ানডে ফরম্যাটে দলের এই ব্যর্থতার দায়ভার বর্তাচ্ছে অধিনায়ক আজহারের উপরই। তাই প্রধান র্বিাচক ইনজামাম-উল-হক চাইছেন ওয়ানডের নেতৃত্ব থেকে আজহারকে সরিয়ে দেওয়া হোক। তার বদলে এ নেতৃত্বের ভার তুলে দেওয়া হতে পারে টি২০-র অধিনায়ক সরফরাজ আহমেদের হাতে।
আজহার ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে নেতৃত্ব শুরু করেন। এ অব্দি তিনি ৩৩টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন মাত্র ১৫টিতে। ফলে টানা বাজে পারফর্মের দায়বার আজহারকেই নিতে হচ্ছে।
তবে ওয়ানডে ফরম্যাটে বাজে খেললেও টেস্টে কিন্তু দুরন্ত খেলেছেন আজহার। অস্ট্রেলিয়া সফরে একটি ডাবল সেঞ্চুরিও যোগ হয়েছে তার নামের পাশে। তাই টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের অবসরের পর তাকে এই দায়িত্ব দেওয়ার চিন্তা-ভাবনা করছে বোর্ড।
এদিকে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মিসবাহ ও ইউনিস খানের অবসর নিয়েও ভাবতে হচ্ছে বোর্ডকে। মার্চ-এপ্রিলের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে অবসরে যাওয়ার সম্ভাবনা আছে এ দুজন ক্রিকেটারের।। তাদের ভবিষ্যত পরিকল্পনা জানতে দুজনের সঙ্গেই আলোচনায় বসতে পারে বোর্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন