দল হারলেও রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লিখালেন ওয়ার্নার!

প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ৪ হাজার রানের রেকর্ড গড়ে অনন্য এক মাইলফলকে গড়লেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এলিমিনিটরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ বলে ৩৭ রানের ইনিংস খেলে এমন কীর্তি গড়েন এই অস্ট্রেলিয়ান।
আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ২০০৯ সালে দিল্লির জার্সিতে আইপিএলে অভিষেক হয় তার, এরপর বলতে গেলে ইতিহাস। ১১৪টি ম্যাচ খেলে ওয়ার্নারের মোট রান ৪ হাজার ১৪ রান, যেখানে তার গড় ৪০.৫৪। আইপিএলে সর্বাধিক সেঞ্চুলি ও হাফসেঞ্চুরির মালিকও তিনি। তার ঝুলিতে আছে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি।
তবে বিদেশিদের মধ্যে ৪ হাজার রানের মাইলফলকে ওয়ার্নার প্রথম হলেও, ভারতীয় হিসেবে ইতোমধ্যে রেকর্ডটি টপকেছেন সুরেশ রায়না (৪৫৪০), বিরাট কোহলি (৪৪১৮), রোহিত শর্মা (৪১৫৭) ও গৌতম গম্ভির (৪০৮৮)।
বিদেশিদের মধ্যে ওয়ার্নারের পরেই আছেন ক্রিস গেইল (৩৬২৬) ও এবি ডিভিলিয়ার্স (৩৪৭৩)।
এদিকে নিজে রেকর্ড গড়লেও জয় পায়নি ওয়ার্নারের দল হায়দ্রাবাদ। বৃষ্টি আইনে কলকাতা তাদের হারায় ৭ উইকেটে। আর এই হারের ফলে আসর থেকে বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন