দশ উইকেটে জয় পেল পাঞ্জাব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)আজ দিনের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দশ উইকেটের জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন দিল্লির দেয়া ৬৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয় পাঞ্জাব। দলের পক্ষে মার্টিন গাপটিল ৫০ ও হাশিম আমলা ১৬ রান করে অপরাজিত থাকেন।
নয় ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে এখন পঞ্চম অবস্থানে আছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর আট ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে আছে দিল্লি ডেয়ারডেভিলস।
মোহালিতে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৬৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলের ইতিহাসে এটি দলীয় তৃতীয় সর্বনিম্ন স্কোর।
এবারের আসরেই আইপিএলে দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায় তারা। তারপরই আছে রাজস্থান রয়্যালস। ২০০৯ সালে ব্যাঙ্গালোরের বিপক্ষে তারা মাত্র ৫৮ রানে অলআউট হয়ে গিয়েছিল।
রবিবার দিল্লির পক্ষে সর্বোচ্চ ১৮ রান সংগ্রহ করেন কোরি অ্যান্ডারসন। এছাড়ার করুন নায়ার ১১ ও কাগিসো রাবাদা ১১ রান করেন। কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে সন্দ্বীপ শর্মা ৪টি, মোহিত শর্মা ১টি, আক্সার প্যাটেল ২টি, গ্লেন ম্যাক্সওয়েল ১টি ও বরুণ অ্যারোন ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: দশ উইকেটে জয়ী কিংস ইলেভেন পাঞ্জাব
দিল্লি ডেয়ারডেভিলস ইনিংস: ৬৭ (১৭.১ ওভার)
(সঞ্জ স্যামসন ৫, স্যাম বিলিংস ০, করুন নায়ার ১১, শ্রেয়াস আয়ার ৬, রিশাব পান্ত ৩, কোরি অ্যান্ডারসন ১৮, ক্রিস মরিস ২, কাগিসো রাবাদা ১১, অমিত মিশ্র ৪*, মোহাম্মদ শামি ২, শাহবাজ নাদিম ০; সন্দ্বীপ শর্মা ৪/২০, টি নাতারাজান ০/৭, মোহিত শর্মা ১/৩, আক্সার প্যাটেল ২/২২, গ্লেন ম্যাক্সওয়েল ১/১২, বরুণ অ্যারোন ২/৩)।
কিংস ইলেভেন পাঞ্জাব ইনিংস: ৬৮/০ (৭.৫ ওভার)
(মার্টিন গাপটিল ৫০*, হাশিম আমলা ১৬*; মোহাম্মদ শামি ০/১৯, কাগিসো রাবাদা ০/১৮, ক্রিস মরিস ০/১৩, অমিত মিশ্র ০/৯, শাহবাজ নাদিম ০/৯)
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন