দশ বছর পরে দেশে একজন নিরক্ষর থাকবে না
আগামী দশ বছর পরে বাংলাদেশে কোন কৃষক, টেক্সি-ড্রাইভারসহ কাউকেই নিরক্ষর পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ শনিবার ঢাকা কমার্স কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজত জয়ন্তীতে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন,‘ চল্লিশ বছর আগে দেশের মোট জনগোষ্ঠীর মাত্র সতেরো ভাগ অক্ষরজ্ঞান সম্পন্ন ছিলো, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ ভাগে। আমি আজ এখানে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে বলছি আগামী দশ বছর পরে এদেশে কোন কৃষক, ট্যাক্সি-ড্রাইভারসহ কাউকেই নিরক্ষর হিসেবে খুঁজে পাবেন না ।
তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিলো সবাইকে বিদ্যালয়ে নিয়ে আসা। এ নিয়ে আসার কাজটি আমরা সফলভাবেই সম্পন্ন করেছি। এখন যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ তা হলো ঝরে পড়া শিক্ষার্ত্রী রোধ করা এবং শিক্ষার মান বাড়ানো। বর্তমান সরকার সবাইকে সাথে নিয়ে এদুটো কাজ যথাসাধ্য করে যাচ্ছে’।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্ত্রীদের উদ্দেশ্যে আ হ ম মুস্তফা কামাল বলেন,‘ আমার জীবনের সব স্বপ্ন আগামী প্রজন্মকে নিয়ে। আমি সবসময় এটা বিশ্বাস করি – যে কাজ আমরা করতে পরিনি, সে কাজ আগামী প্রজন্ম করে দেখাবে’।
জ্যাক পারকিনসন ও জাস্ট ফাল্যান্ডের লেখা ‘বাংলাদেশ, দ্যা টেস্ট কেস’ বইয়ের কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন,‘ এ দুই অর্থনীতিবিদ ব্যঙ্গ করে বলেছিলেন যদি বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে তবে পৃথিবীর সব দেশই উন্নতি করবে। বাঙ্গালি আজ দেখিয়ে দিয়েছে তাদের ধারণা কতটা ভুল ছিলো। আজ বিশ্ববিখ্যাত রেটিংস প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস(পিডব্লিউসি) বলছে ২০৫০ সালে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ২৩তম অর্থনীতি হবে’।
আলোচনা অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য র্যলির মধ্য দিয়ে ঢাকা কমার্স কলেজের রজত জয়ন্তীর সূচনা হয়। এ র্যা লির উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। এর পরপরেই কলেজ হলরুমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন গভর্নিং বডির আরেক সদস্য ডা. মো. আবদুর রশিদ।রজত জয়ন্তী অনুষ্ঠানে ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে ৮ টি ক্যাটেগরিতে ১৪ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন