কেন ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ
দশ মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ..!
ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ।
এ ম্যাচটির মাধ্যমেই প্রায় দশ মাসের বেশি সময় বিরতির পর কোন আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ পেলো বাংলাদেশ।
দলে রয়েছে নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞা কাটার পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।
চলতি বছর আফগানিস্তান এ পর্যন্ত ২৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে যদিও তার অধিকাংশই আইসিসির সহযোগী দলগুলোর বিরুদ্ধে।
আফগানিস্তানের সাথে সিরিজ বাংলাদেশের জন্য এখন কতটা গুরুত্বপূর্ণ?
এমন প্রশ্নের জবাবে ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসম বিবিসি বাংলাকে বলেন সামনে ইংল্যান্ডের সাথে সিরিজ ছাড়াও ডিসেম্বরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। সেটি বিবেচনা করলে আফগানিস্তানের সাথে সিরিজটি একটি দারুণ সুযোগ বাংলাদেশের জন্য।
“তবে সামনে ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের সাথে ম্যাচ কাজে লাগবে বাংলাদেশের জন্য”।
তিনি বলেন গত নবেম্বরে জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বশেষ ওয়ানডেতে ৩-০তে জিতেছিলো বাংলাদেশ।
তার পর ওয়ার্ল্ড টি-টুয়েন্টি ও এশিয়া কাপ টি-টুয়েন্টি খেলার সুযোগ হয়েছিলো বাংলাদেশের জন্য।
তারপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের জন্য।
মোহাম্মদ ইসমের মতে আফগানিস্তান ভালো দল এবং বাংলাদেশের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই তারা।
আফগানিস্তান দলটিতে বেশ ভালো কয়েকজন খেলোয়াড় আছে এবং নতুন কিছু খেলোয়াড়ও উঠে এসেছে বলে জানান তিনি।
বাংলাদেশ দলের অবস্থা জানতে চাইলে তিনি বলেন দলের প্রায় সবাই ফর্মে আছে। তবে তাসকিন ফিরে এলেও মুস্তাফিজ না থাকার গ্যাপটা থেকেই যায়।
নতুন ডাক পাওয়া মোসাদ্দেকও এতদিন ভালো খেলছিলো বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে।
তাছাড়া এবার সিরিজে বাংলাদেশের সাথে থাকছে কোর্টনি ওয়ালশ যা দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেন মন্তব্য করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন