‘দাগ’ ছবিতে বাপ্পির দুই নায়িকা
গত ১৬ ফেব্রুয়ারি থেকে তারেক সিকদার পরিচালিত ‘দাগ’ ছবির শুটিং চলছে সিলেটের পাহাড়ঘেরা এলাকায়। ছবিতে নায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা মিম ও আঁচল।
নতুন ছবি নিয়ে পরিচালক তারেক শিকদার বলেন, ‘আমার ছবিতে নায়িকা দুজন। বিদ্যা সিনহা মিম ও আঁচল, তাঁরা দুই বোনের চরিত্রে অভিনয় করছেন। মিম গত ১৬ তারিখ থেকে শুটিং করলেও আঁচলের শুটিং শুরু হয়েছে ২০ তারিখ থেকে।’
গল্পে দুই নায়িকার অভিনয় সম্পর্কে বলতে গিয়ে পরিচালক বলেন, ‘গল্পের প্রয়োজনেই আঁচলের মতো একজন নায়িকা আমার ছবিতে প্রয়োজন ছিল। মনে হতে পারে যে, আঁচল বোধ হয় ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে কাজ করছে। আসলে তা নয়, দুজনই সমসাময়িক নায়িকা। তা ছাড়া আঁচল একজন ভালো অভিনেত্রী। এর আগে তার অভিনয় অনেক প্রশংসা পেয়েছে। আমিও তার অভিনয় দেখেই ছবিতে নিয়েছি। এরই মধ্যে যে কয়েকদিন শুটিং করেছি, তাতে পরিচালক হিসেবে আমি সন্তুষ্ট। আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত আমরা সিলেটেই শুটিং করব।’
আঁচলের মূল ধারার প্রথম ছবির নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। এরই মধ্যে তাঁদের রসায়ন পর্দায় একাধিকবার দর্শক দেখেছে । আবার নায়িকা আচলের সাথে শুটিং করছেন নায়ক বাপ্পি চৌধুরী। এ বিষয়ে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আঁচলের সাথে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। এরই মধ্যে আমাদের অনেক ছবি মুক্তি পেয়েছে যা দর্শকপ্রিয়তা পেয়েছে। সে অনেক ভালো অভিনয় করে। যে কারণে তার মতো শিল্পীর সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন