দাপটটা আমলাদেরই, ৩৭২ রানের লিড দিয়েছে দ. আফ্রিকা
দাপটটা আমলাদেরই।দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের তৃতীয় দিন শেষে ৩৭২ রানের লিডে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সোমবার দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা। প্রথম ইনিংস শেষে তারা ২৬৭ রানের লিডে ছিল।
এদিন স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন কুইন্টন ডি কক। আর ২৫ রান করে অপরাজিত আছেন টেম্বা বাভুমা। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি ২টি, ট্রেন্ট বোল্ট ২টি, ডগ ব্রেসওয়েল ১টি ও নেইল ওয়াগনার ১টি করে উইকেট নিয়েছেন।
সেঞ্চুরিয়নের সুপাস্পোর্ট পার্কে এর আগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন হেনরি নিকোলস। এছাড়া নেইল ওয়াগনার করেন ৩১ রান। প্রোটিয়াদের পক্ষে ডেল স্টেইন ৩টি, কাগিসো রাবাদা ৩টি, ভারনন ফিল্যান্ডার ২টি ডেন পিয়েৎ ১টি করে উইকেট নেন।
আর প্রথমদিন টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে তারা ৮ উইকেট হারিয়ে ৪৮১ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। দলের পক্ষে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ফাফ ডু প্লেসিস। ১১২ রান করেন তিনি। এছাড়া স্টিফেন কুক ৫৬, কুইন্টন ডি কক ৮২, হাশিম আমলা ৫৮, জেপি ডুমিনি ৮৮ ও স্টিয়ান ভ্যান জিল ৩৫ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে নেইল ওয়াগনার ৫টি, মিচেল স্যান্টনার ১টি, ডগ ব্রেসওয়েল ১টি ও টিম সাউদি ১টি করে উইকেট নেন। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে নিষ্প্রাণ ড্র হয়েছিলো।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন