দাবিঃ রাজশাহীতে ১ ঘণ্টা মোবাইল রিচার্জ বন্ধ রাখার ঘোষণা
মোবাইল ফোন রিচার্জে হাজারে ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা কমিশনের দাবিতে সোমবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা ১০ মিনিট রিচার্জ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।
রোববার বিকেলে রাজশাহীর একটি রেস্টুরেন্টে এ ঘোষণা দেওয়া হয়।
রাজশাহী জেলার মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী সভায় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলু এ ঘোষণা দেন।
সংগঠনের রাজশাহী শাখার সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন রিচার্জ ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম খান, আপন হোসেন মানিক, সাইফুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সহসভাপতি সাইফুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসলেও অপারেটর কোম্পানিগুলো তাদের দাবি মানছে না। এ কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন