দামি স্মার্টফোনে আগ্রহ নেই ছিনতাইকারীর

ব্যাগে বা পকেটে দামি জিনিস নিয়ে ঘুরাফেরা মোটেও নিরাপদ নয়, বিশেষ করে রাজধানীতে তো নয়ই! কিন্তু দামি স্মার্টফোনের ক্ষেত্রে এই সাধারণ ধারণাটি আর টিকছে না। যতো দামি মোবাইল ছিনতাই হওয়ার ভয় ততো কম!
ইদানীংকার কয়েকটি ছিনতাইয়ের ঘটনা এমনটাই প্রমাণিত হচ্ছে। দেখা যাচ্ছে, দামি মোবাইল হ্যান্ডসেটে ছিনতাইকারীদের অনিহা! এর কারণ জানার আগে একটি সত্যিকারের ছিনতাইয়ের ঘটনা পড়ুন :
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরে ছিনতাইকারীদের কবলে পড়েন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর ইউরোপ ব্যুরো প্রধান আশিক মাহমুদ। ছিনতাইকারীরা নগদ টাকা এবং আইফোন ছিনিয়ে নেয়। কিন্তু অবাক করে দিয়ে এক মুহূর্ত পরেই ফিরিয়ে দেয় ফোনটি।
আশিক জানান, তিনি গত ২৩ জানুয়ারি দেশে আসেন। বৃহস্পতিবার রাতে মিরপুরে এক আত্মীয়ের বাসায় নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে মিরপুর গর্ভমেন্ট অফিসার্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে তার রিকশার গতিরোধ করে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী। তারা আশিককে মারধর করে তিন হাজার টাকা এবং আইফোনটি নিয়ে নেয়। ফোনটি হাতে নিয়ে উল্টেপাল্টে দেখার পর ফেরত দিয়ে দেয়।
পরে আশিক মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশকে মোবাইল ফোন ফিরিয়ে দেয়ার ঘটনাটি জানালে জিডির তদন্ত কর্মকর্তা হাবিব জানান, এখন মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর ধরে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা যায়। এই বিষয়টি ছিনতাইকারীরাও বুঝতে পেরেছে। তাই তারা আর দামি স্মার্টফোন নিতে চায় না।
সাম্প্রতিক সময়ে রাজধানী অভিজাত শপিং সেন্টারগুলো থেকে এ ধরনের চোরাই মোবাইল সেট জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছরের ১ জুন বসুন্ধরা সিটির নিউ এশিয়ান টেলিকম নামে একটি দোকান থেকে ৭১টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করে র্যাব। গত ২০ জুন রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বিভিন্ন মোবাইল ফোনবিক্রির দোকানে অভিযান চালিয়ে ১১৬টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, প্রচলিত স্মার্টফোনগুলোর ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই নম্বর দিয়ে খুব সহজেই সংশ্লিষ্ট ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা যায়। আর ব্যবহারকারী যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে তার অবস্থান জানা আরো সহজ হয়। ফলে মোবাইল চোরদের আর পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন