দারুণ শতকে পন্টিংয়ের পাশে স্মিথ
অস্ট্রেলিয়ার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা পাঁচটি টেস্ট হারের পর বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে অসিদের। তবে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্মিথ খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক রিকি পন্টিংয়ের পাশে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৬৪ রানের ইনিংসের রেকর্ডটি অনেক দিন ধরেই ছিল পন্টিংয়ের দখলে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পন্টিং খেলেছিলেন ১০৫ বলে ১৬৪ রানের সেই বিস্ফোরক ইনিংস। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে স্মিথও করেছেন ১৬৪ রান। তবে পন্টিংয়ের মতো ঝড়ো ব্যাটিং করতে দেখা যায়নি স্মিথকে। ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলার পথে স্মিথ মোকাবিলা করেছেন ১৫৭টি বল। মেরেছেন ১৪টি চার ও ৪টি ছয়। স্মিথের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াও পেয়েছে ৩২৪ রানের বড় সংগ্রহ।
সব মিলিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি আছে ভারতের বীরেন্দর শেবাগের দখলে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেবাগ করেছিলেন ২১৯ রান। শীর্ষ দশে আছে আরো তিন ভারতীয় ক্রিকেটারের নাম। শচীন টেন্ডুলকার (১৮৬), কপিল দেব (১৭৫)।
ওয়ানডেতে নতুন একটি মাইলফলক স্পর্শ করার পথেও অনেকটা এগিয়ে গেছেন স্মিথ। ১৬৪ রানের দুর্দান্ত এই ইনিংসটি খেলার পর তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ২৮০৮ রান। আর মাত্র ১৯২ রান করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন তিন হাজার রানের মাইলফলক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন