দায়দায়িত্ব নিজের কাঁধে নিলেন সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে গত সোমবার রাতে নারায়ণগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীসহ সিনিয়র নেতাদের সাথে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নাসিক নির্বাচনের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। এ সময় মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেনের সাথে একান্তে এবং সবার সাথে কথা বলেছেন বেগম জিয়া।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পৌনে এক লাখ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করে। পরে রজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গত সোমবার রাতে নাসিক নির্বাচনের ব্যাপারে সেখানকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ডেকে নেন খালেদা জিয়া। তিনি তাদের কাছ থেকে নির্বাচনের ফলাফলে ব্যাপারে খোঁজখবর নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার, কাজী মনির, গিয়াস উদ্দিন, এ টি এম কামালসহ আরো কয়েকজন।
বৈঠক সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন নাসিকের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেনের সাথে একান্তে কিছু কথা বলেন। পরে সবার সাথে কথা বলেন। এ সময় বেগম জিয়ার কাছে সাখাওয়াত হোসেন নির্বাচনে জয়-পরাজয়ের ব্যাপারে দায়দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। তিনি বেগম জিয়াকে বলেছেন, নির্বাচনে সবাই সাধ্যমতো চেষ্টা করেছেন। ম্যাডাম আপনি আমাকে যে আস্থা ও বিশ্বাস নিয়ে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন আমিও সর্বাত্মক চেষ্টা করেছি। এরপরও যত ভুলত্রুটি সবই আমি মেনে নিচ্ছি।
জানা গেছে, খালেদা জিয়া নাসিক নির্বাচনের ভোটের ব্যাপারে প্রফেশনাল লোকদের দিয়ে খোঁজখবর নিচ্ছেন। তিনি সার্বিক বিষয়ে অবহিত হওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন