দিতির শেষ নাটক ‘লুকোচুরি’ ! দেখবেন রাত ৮টা ১০ মিনিটে- আরটিভিতে
আজ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে প্রয়াত জনপ্রিয় অভিনয়শিল্পী দিতির নাটক ‘লুকোচুরি। জিয়াউদ্দিন আলম পরিচালত এই নাটকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকে আরো অভিনয় করেছেন রওনক হাসান ও অপর্ণা ঘোষ। আজ রাত ৮টা ১০ মিনিটে নাটকটি প্রচার করা হবে আরটিভিতে।
জিয়াউদ্দিন আলম বলেন, “আজ নাটকটি টিভিতে প্রচার করা হচ্ছে কিন্তু দিতি আপা আজ আমাদের মাঝে নেই। তিনি এই নাটকে অনেক বেশি সাহায্য করেছিলেন। এমনকি তিনি নিজের বাসায় শুটিং করার সুযোগ দিয়েছিলেন। সিক্যুয়েন্স শোনার পর আপা নিজেই বললেন, ‘এই সিক্যুয়েন্সগুলো আমার বাসাতেই করতে পার। আমারও বাসার বাইরে যেতে হলো না।’ বলেই আপা হেসে দিলেন, আমি উনার বাসায় দুদিন শুটিং করলাম, মন ভরে গেল আপার ব্যবহার দেখে। এটাই আপার সঙ্গে আমার প্রথম কাজ ছিল। আপাকে বলেছিলাম এখন থেকে নিয়মিত কাজ করব তার সঙ্গে, কিন্তু আমার ভাগ্য খারাপ আপার সঙ্গে আর কাজ করা হয়নি।”
এত দিন নাটকটি কেন প্রচার করা হয়নি জানতে চাইলে আলম বলেন, ‘আমরা নাটকটি অনেক আগেই শেষ করেছিলাম, ইচ্ছে ছিল দিতি আপার বিশেষ কোনো দিনে এটি প্রচার করব। গত মৃত্যুবার্ষিকীতে আমি অন্য একটি শুটিংয়ে দেশের বাইরে ছিলাম, যে কারণে প্রচার করতে পারিনি। আবার নাটকটি এমনিতেই পুরাতন হয়ে যাচ্ছে, তাই এখনই প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি।’
গল্প নিয়ে আলম বলেন, ‘একেবারেই পারিবারিক একটি গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ করেছি। এখানে কিছু পারিবারিক ক্রাইসিস উঠে আসবে, দিতি আপাকে দেখা যাবে অপর্ণার মায়ের চরিত্রে। আশা করি সবার কাছে নাটকটি ভালো লাগবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন