দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার ঘটনায় আটক ২
দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শরিফুল ইসলাম (২০) নামে এক যুবককে বৃহস্পতিবার রাতেই পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
শরিফুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শওকত আলীর ছেলে।
মন্দিরে হামলায় অংশ নেওয়া অপর যুবককে শুক্রবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া শালবন এলাকা থেকে আটকের পর পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।
বীরগঞ্জ উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা জানান, ‘শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দা মো. সিরাজ উদ্দিনের বাসায় ওই অজ্ঞাত যুবক আশ্রয় নিতে আসে। এ সময় সিরাজ উদ্দিনের সন্দেহ হলে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদের সময় যুবকটি পালানোর চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা তাকে আটক করতে গেলে সে গুলি চালায়। এতে সিংড়া গ্রামের হাসমত আলীর ছেলে মো. রফিক ইসলাম (৩২) গুলিবিদ্ধ হন। পরে বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে একটি অত্যাধুনিক অস্ত্রসহ যুবকটিকে আটকের পর থানায় নিয়ে আসে পুলিশ। তাৎক্ষণিকভাবে যুবকটি তার নাম মোজাম্মেল হক এবং বাড়ি লালমনিরহাট বলে জানায়। তার বয়স আনুমানিক ২৫ বছর।’
আহত রফিক ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুজন সরকার জানান, ‘যুবকের কাছ থেকে গুলিসহ এসএমজি উদ্ধার করা হয়েছে। গণপিটুনিতে যুবকটি আহত হওয়ায় তার চিকিৎসা চলছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন