দিনাজপুরে এসেছে ইন্দোনেশিয়ার ১০টি যাত্রীবাহি বগি

দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত নতুন লাল-সবুজ যাত্রীবাহী ১০টি ব্রডগেজ বগির চালান দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে। যাত্রীবাহী কোচগুলো বিভিন্ন রেলরুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করা হবে।
মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এসে বগিগুলি পৌঁছায়। পরে রাত ৮টায় সেগুলো যাত্রীবাহী ট্রেনের সংগে সংযুক্তির উপযোগী করার উদ্দেশে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, ১০টি বগির মধ্যে ১টি এসি বার্থ, ৩টি এসি চেয়ার, ৬টি শোভন শ্রেণীর চেয়ার কোচ (বগি) ছাড়াও ১টি পাওয়ারকার রয়েছে।
এ ব্যাপারে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল সাংবাদিকদের বলেন, ঢাকাসহ রেলের পশ্চিমজোনে ৩০টি ব্রডগেজ আন্তঃনগর ট্রেন চলাচল করে। ইন্দোনেশিয়া থেকে আমদানীকরা যাত্রীবাহী কোচগুলো এসব আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন

দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন

মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন