দিনাজপুরে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে হাবিপ্রবি ছাত্রী নিহত
দিনাজপুরে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ার বিভাগের লেভেল-০৪ সেমিস্টার ২ এর ছাত্রী মোছাঃ রহিমা খাতুন লিমা (২২) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার সহপাঠী মোঃ সজিব হাসান (২২)।
নিহত মোছাঃ রহিমা খাতুন লিমা হাবিপ্রবি’র শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী তার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহত সজিব হাসান শেখ রাসেল হলের ছাত্র।
শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার এসআই বিশ্বনাথ দাশ জানায়, দিনাজপুর শহর হতে অটোরিক্সা যোগে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যা ৮টায় সদর উপজেলার উপজেলার দিনাজপুর-রংপুর সড়কের বটতলী নামক স্থানে মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মোছাঃ রহিমা খাতুন লিমা ও মোঃ সজিব হাসান নামে দুই শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রহিমা খাতুন লিমা মারা যায়।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন