দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু নিহত, বাবা-মা আহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বাবা-মা।
আজ রোববার সকাল ৬টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী সড়কের আমতলী এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হলো শিশু সিয়াম (১০)। আহত বাবা নুরনবী ও মা খাদিজা বেগমকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আনিস জানান, উপজেলার আমতলীতে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু সিয়াম মারা যায়। আহত হন বাবা নুরনবী ও মা খাদিজা বেগম। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার তাতরাপাড়া গ্রামে। আহত নুরনবী নিজের আটোরিকশায় করে পরিবার ফুলবাড়ী আত্মীয়ের বাড়িতে বেড়াচ্ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন

দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন

মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন