দিনাজপুরে ৩ শিশুকে নিয়ে পালানোর সময় নারী আটক
দিনাজপুরে তিন শিশু শিক্ষার্থীকে অপহরণের সময় লাইজু বেগম (২২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টায় সদর উপজেলার নশিপুর ইউনিয়নের নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক লাইজু বেগম রংপুর শহরের মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকার আক্কাস আলীর স্ত্রী। উদ্ধার হওয়া শিশু শিক্ষার্থীরা হলো- সদর উপজেলার নশিপুর ইউনিয়নের নশিপুর মাস্টারপাড়া গ্রামের মো. বেল্লাল হোসেনের মেয়ে বাবলি খাতুন (৮), ছেলে মো. আলী (৫) ও একই এলাকার সাব্বির হোসেনের মেয়ে মোছা. সামিয়া (৮)।
নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আখতার জানান, দুপুরে স্কুলের পাশের দোকানদার এসে বলেন, আপা এক নারী স্কুলের ৩ শিক্ষার্থীকে নিয়ে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ দোকানদারের সঙ্গে স্কুলের পিয়ন এবং দারোয়ানকে পাঠিয়ে দেই। সেখানে আমাদের বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র মো. আলী, তৃতীয় শ্রেণির ছাত্রী বাবলি খাতুন এবং মোছা. সামিয়াকে অটোরিকশাতে উঠানোর সময় তারা ওই নারীকে আটক করে নিয়ে আসে।
আটক নারী জানায়, শিক্ষার্থীরা তার ভাগ্নে হয়। তার আচরণ এবং শিশুদের এভাবে নিয়ে যাওয়ার কারণ আমাদের কাছে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।
কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. নজরুল ইসলাম জানান, নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩ শিশুসহ লাইজু বেগমকে যেতে দেখে পাশের দোকানদারের সন্দেহ হলে স্কুলের প্রধান শিক্ষিকাকে জানায়। স্কুল কর্তৃপক্ষ নারীকে আটক করে বিষয়টি পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে ওই নারীকে থানায় নিয়ে আসা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন
দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন
মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন