‘দিনের ম্যাচের চেয়ে রাতের ম্যাচের কন্ডিশন পুরোই আলাদা’

এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড খেলছে। অনেকেই অবাক হচ্ছেন বিষয়টি নিয়ে। ক্রিকেটের নব পরাশক্তি বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ালিফাই খেলতে হচ্ছে তা অনেকেরই মানতে কষ্ট হচ্ছে। বুধবার নিজেদের প্রথম কোয়ালিফাই ম্যাচে ভারতের ধর্মশালায় নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আইসিসির সহযোগী দল নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন টাইগার দলপতি মাশরাফি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমাদেরর পাঠকদের জন্য এই প্রশ্নোত্তর পর্ব তুলে ধরা হলো-
প্রশ্ন : ম্যাচটি জিতে নিশ্চয়ই স্বস্তি পাচ্ছেন?
মাশরাফি বিন মুর্তজা : স্বস্তি তো অবশ্যই। ম্যাচ জয় সবসময়ই স্বস্তির, প্রতিপক্ষ যে-ই হোক। তামিম ও বোলারদের পারফরম্যান্স দারুণ ছিল। আশা করি পরের ম্যাচে আমরা আরও উন্নতি করব।
প্রশ্ন : আপনার করা ১৭তম ওভারটি নিয়ে কিছু বলুন?
মাশরাফি বিন মুর্তজা : ওই সময়ে মোমেন্টাম ওদের পক্ষে ছিল। আমার মনে হয়েছিল আমারই বোলিং করা উচিত। একবার ভেবেছিলাম, আল আমিন বা সানিকে দেব কি না। পরে ভেবেছি না, আমারই করা উচিত।
প্রশ্ন : কেন আপনার মনে হলো আপনারই করা উচিত হবে?
মাশরাফি বিন মুর্তজা : যখন ৪ ওভারে ৪২ লাগবে, মনে হচ্ছিল এই ওভারটা গুরুত্বপূর্ণ হবে। এই ওভারে ৬-৭ এমনকি ৮ রান দিলেও সেটি ভালো কিছু হবে। আমরা চেয়ছিলাম শেষ ওভারে যেন ১৫ থেকে ২০ রানের মধ্যে থাকে। সেই পরিকল্পনা আমাদের সফল হয়েছে। কারণ আমি উইকেট ভালোভাবে বুঝতে পারছিলাম। ব্যাটসম্যানকে পড়তে পারছিলাম। এজন্য মনে হচ্ছিলো আমি করলেই ভালো হয়।
প্রশ্ন : আজকের পারফরম্যান্স ও আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচে কাজে লাগবে?
মাশরাফি বিন মুর্তজা : আশা করছি ভালো হবে আরও। তামিম যেভাবে ব্যাট করেছে, আউটস্ট্যান্ডিং। আমরা যেটা ভেবেছিলাম উইকেট দ্রুতগতির, বাউন্সিং হবে। কিন্তু আসলে দেখলাম উইকেট মন্থর ছিল। শট খেলা খুব কঠিন ছিল। আমরা যে ভাবনা নিয়ে এসেছিলাম বা এখানে এসে যা দেখেছি, আজকের পরিস্থিতি তার চেয়ে আলাদা ছিল। আশা করি আমরা আরও আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচ খেলতে পারব।
প্রশ্ন : আমাদের পরবর্তী খেলা আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি দিবারাত্রির হবে। কন্ডিশন তো আজকের থেকেও ভিন্ন হবে।
মাশরাফি বিন মুর্তজা : হ্যাঁ, পরের ম্যাচটি আরও চ্যালেঞ্জিং হতে পারে। কারণ দিনের ম্যাচের চেয়ে রাতের ম্যাচের কন্ডিশন পুরোই আলাদা। আরও কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রথম ম্যাচ আমরা জিতেছি, সেই আত্মবিশ্বাস, ভালো অনুভূতি নিয়ে নামতে পারব অবশ্যই। আমি মনে করি ভালো ম্যাচ হবে। আয়ারল্যান্ড আমাদের সঙ্গে অনেক ম্যাচ খেলেছে। তারা টি-টোয়েন্টি অনেক খেলে, ভালোও খেলে। আমাদেরকে সেরাটাই খেলতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন