বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

দিন দুপুরে ফিল্মি স্টাইলে ঘর থেকে ছাত্রী অপহরণ

চাঁদপুরে দিন দুপুরে ফিল্মি স্টাইলে শারমিন আক্তার নামে এক স্কুল ছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের বেপারী বাড়িতে। পাশ্ববর্তী বালিয়া ইউনিয়নের উত্তর ইচলী গ্রামের বখাটে ও মাদকব্যবসায়ী নাছির গাজী এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

জানা গেছে, শারমিন বাগাদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার পিতা জামসেদ আলম বেপারী দীর্ঘদিন প্রবাসে থাকার পর বর্তমানে দেশে অবস্থান করছেন।

শারমিনের চাচা বাচ্চু জানান, তার ভাই একা বাড়িতে থাকেন। দুপুরের খাবারের পর শারমিনের পিতা-মাতা ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে বিকালে পাশ্ববর্তী ইচলী গ্রামের আমা উল্যাহ গাজীর ছেলে নাছির গাজী দেশীয় অস্ত্রসহ প্রায় ৫০জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে শারমিনদের ঘরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে উঠার আগেই ঘরের আসবাবপত্র ভাঙচুর চালায় এবং শারমিনের পিতা-মাতা উভয়কে পিটিয়ে আহত করে। একই সময় শারমিনকে মারধর করে তুলে নিয়ে যায়।

শারমিনের ছোট ভাই পাবেল (১১) জানায়, নাছির গাজীর নেতৃত্বে সংঘবদ্ধ চক্র ঘরে প্রবেশ করলে তার পিতা তাকে তাদের মূল বাড়িতে স্বজনদের খবর দিতে বলে। এ সময় তাকেও তারা মারধর করে। নাছির গাজীকে সহায়তা করে স্থানীয় বাসিন্দা হালিম মাতাব্বর, তার ছেলে আল-আমিন ও নাছির।

শারমিনের দাদী লতুফা বেগম জানান, চলতি বছরের জানুয়ারি মাসে নাছির গাজী তার নাতনীকে ইভটিজিং করার কারণে তার পিতা জামসেদ পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। তখন পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এরপর কয়েকদিন চুপ থাকলেও আজ এ কা- ঘটায়। এরআগে নাছির গাজীর অত্যাচারে শারমিনকে নোয়াখালীতে তার নানার বাড়িতে নিয়ে রাখা হয়েছিল বলে জানান তিনি।

বাগাদী গ্রামের স্থানীয় অনেকেই জানান, নাছির গাজী পূর্বে সিএনজি অটো চালক ছিলো। সে পর্যায়ক্রমে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। বর্তমানে মাদকব্যবসায়ী সিন্ডিকেটের হোতাদের একজন। তার সঙ্গে চাঁদপুর শহরের গুনরাজদী এলাকার বখাটে কয়েকজন যুবকের সখ্যতা রয়েছে। তাদের সহায়তায় সে এত বড় দুঃসাহস দেখাল। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অপহরণকারী ও তার সহযোগিদের আটকের চেষ্টা চলছে। স্কুলছাত্রীর সন্ধান পাওয়া গেছে, তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

চাঁদপুরে মাদকের টাকার জন্য মারাত্মকভাবে কুপিয়ে মাকে হত্যা

চাঁদপুর শহরে মাদকসেবী ছেলের হাতে মা খুন হয়েছেন। মঙ্গলবার রাতবিস্তারিত পড়ুন

১৫ লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবাবিস্তারিত পড়ুন

চাঁদপুরের একসঙ্গে তিন কন্যার জন্ম দিলেন এক মা

চাঁদপুরের মতলব উত্তরে এক সঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেনবিস্তারিত পড়ুন

  • রাস্তার পাশে গাছের পাতায় মোড়ানো নবজাতককে উদ্ধার !
  • ‘মসজিদে আযানরত অবস্থায় ইমামকে খুন’, আটক সন্ত্রাসী মাসুদ
  • পিঠের ‘পদ্মা সেতুতে’ হাঁটলেন নেতা, বললেন সব ‘অনুরোধে’
  • চাঁদপুরে চিকিৎসককে গলা কেটে হত্যা
  • দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ হারাল দু’জন
  • স্বামী হত্যা: স্ত্রীসহ প্রেমিকের ফাঁসি
  • আপত্তিকর অবস্থায় আটক এসআই বরখাস্ত
  • বিধবার সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়লো এসআই, অতঃপর বিয়ে
  • ‘জাতীয় চার নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল’
  • বখাটের উত্ত্যক্তের শিকার সেই মেয়ের বাড়িতে এডিসি
  • বখাটেদের ভয়ে ছয় মাস স্কুলে যায় না মেয়েটি
  • চাঁদপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু