দিলীপ কুমার আবারো হাসপাতালে

বলিউডের এক সময়ের দুর্দান্ত অভিনেতা দিলীপ কুমারেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৩ বছরের এই অভিনেতাকে।এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
দীর্ঘদিন ধরে পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন দিলীপ কুমার। ডান পায়ে ব্যথা এবং ফুলে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাখা হয়েছে আইসিউতে।
আগামী ১১ ডিসেম্বর ৯৪ বছরে পা দেবেন পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত প্রবীণ এ অভিনেতা। পঞ্চাশ-ষাটের দশকে ফিল্ম দুনিয়ায় উজ্জ্বলতম নাম দিলীপ কুমার। ‘আন’, ‘দাগ’, ‘দেবদাস’, ‘মধুমতি’, ‘মুঘলে আজম’, ‘রাম অউর শ্যাম’-এর মতো বিখ্যাত সব ছবিতে অভিনয় করেছেন।
১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ১৯৯৮ সালে সিনেমা জগত থেকে সরে আসেন। ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হয় তাকে।
উল্লেখ্য, এর আগেও গত এপ্রিলেও অসুস্থ হয়ে পড়েছিলেন এ প্রবীণ অভিনেতা। সেসময় মু্ম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল তখন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন