দিল্লির খুনি কিশোরের বিচার সাবালক হিসেবে!
পাঁচ মাসে দু-দুটি খুন। ঠাণ্ডা মাথায়, ভেবেচিন্তে। তবুও কি শুধুমাত্র ‘নাবালক’ তকমার জোরে পার পেয়ে যাবে ফরিদাবাদের তরুণ? ভারতের দক্ষিণ দিল্লির প্রৌঢ়া মিথিলেশ জৈন হত্যাকাণ্ডের পর এই প্রশ্ন উঠে এসেছে। এবং উত্তরটা খুব সম্ভবত ‘না’। গত ডিসেম্বরে সংসদে পাশ হওয়া জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) অ্যাক্ট, ২০১৫ অনুযায়ী, ১৭ বছরের এই কিশোর অপরাধীকে সম্ভবত আইনের চোখে ‘সাবালক’ হিসেবে গণ্য করা হবে।
গত সেপ্টেম্বর মাসে ১৩ বছরের একটি ছেলেকে অপহরণ করে খুন করে এই কিশোর। প্রাপ্তবয়স্ক না হওয়ায় গ্রেফতার করে তাকে হোমে পাঠানো হয়। হোমে ভালো ব্যবহার করায় ডিসেম্বরেই তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অপরাধের রাস্তা থেকে যে সে মোটেই সরেনি, তার প্রমাণ মিলল দক্ষিণ দিল্লিতে ৬৫ বছরের মিথিলেশ জৈনের ঘরে ঢুকে তাঁকে শ্বাসরোধ করে খুনের ঘটনায়। দুটি অপরাধের ক্ষেত্রেই একটি রিয়েলিটি শো-এ অংশগ্রহণের জন্য টাকা জোগাড়ই ছিল তার মূল উদ্দেশ্য।
গুরুতর অপরাধের ক্ষেত্রে নাবালককেও প্রাপ্তবয়স্কের সমান সাজা দেওয়ার উদ্দেশ্যে গত ডিসেম্বরেই সংসদে পাশ হয় জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ২০১৫। এই নতুন আইনের আওতায় পড়বে ১৬ থেকে ১৮ বছরের অপরাধীরা। ইদানিং কিশোর অপরাধ গুরুতর চেহারা নিয়েছে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র নাবালক হওয়ায় ঘৃণ্য অপরাধ করেও পার পাওয়া যায়, এই মানসিকতা অপরাধ ঘটানোর পেছনে কাজ করছে বলে মনে করছেন সমাজ বিজ্ঞানীরা। নির্ভয়া কাণ্ডের সময়ও প্রাপ্তবয়স্ক না হওয়ায় আইনের হাত এড়িয়ে গিয়েছিল সবচেয়ে নৃশংস ধর্ষক। প্রশ্ন উঠেছিল- একজন ধর্ষক নাবালক হয় কীভাবে?
এই সব ঘটনার প্রেক্ষিতে গত ডিসেম্বরে নয়া আইনটি পাশ করা হয়। জুভেনাইন জাস্টিস বোর্ড অনুমোদন দিলে ফরিদাবাদের এই কিশোরই সম্ভবত দেশের প্রথম কিশোর অপরাধী, যাকে আইনের চোখে প্রাপ্তবয়স্ক হিসেবেই দেখা হবে। সূত্র: এইসময়
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন