দিল্লির বিপক্ষেও উপেক্ষিত থাকলেন সাকিব

এবারের আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সফর শেষ হতেই ভারতে চলে আসেন সাকিব আল হাসান। তবে প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই খেলেছে কলকাতা নাইট রাইডার্স। ধারণা করা হচ্ছিল, দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু করতে পাবেন সাকিব। তবে তেমনটা হচ্ছে না। এই ম্যাচেও সাইডলাইনে বসে থাকতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
দিল্লির বিপক্ষে ম্যাচে টস হেরেছে গৌতম গম্ভীরের দল। গম্ভীর জানান, গত ম্যাচে স্লো পিচ থাকলেও এই ম্যাচের উইকেটটা খানিকটা শক্ত। উইকেটে খানিকটা বাউন্সও রয়েছে, তাই কলিন ডি গ্রান্ডহোমকেই দলে রেখেছে কেকেআর। বলার অপেক্ষা রাখে না আইপিএলে খেলার জন্য সাকিবের অপেক্ষাটা আরো দীর্ঘায়িত হলো!
আইপিএলে এ পর্যন্ত ৩১ ম্যাচে ব্যাটিং করে ২১.৬১ গড়ে ৪৯৭ রান করেছেন সাকিব আল হাসান। বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট। এর আগের আসরগুলোতে সুনীল নারাইন ও পীযূষ চাওলার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দলে খেলেছেন সাকিব। তবে এই আসরে সাকিবের সেই জায়গাটি দখল করেছে কুলদ্বীপ যাদব।
চার ম্যাচের মাত্র একটিতে হারের স্বাদ পেয়েছে গৌতম গম্ভীরের দল। দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর টানা দুটি ম্যাচে জিতেছে দলটি। পঞ্চম ম্যাচে কলকাতার প্রতিপক্ষ আজ দিল্লি ডেয়ারডেভিলস। সোমবার ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
দিনের অপর ম্যাচে রাত সাড়ে ৮টায় ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাব খেলবে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। এই ম্যাচে সানরাইজার্সরা দলে রাখতে পারে মুস্তাফিজকে!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন