দিল্লীর পুরুষরাই বিবাহবর্হিভূত সম্পর্কে শীর্ষে…
বিবাহিত মানুষদের এক জীবনে অগুনতি সম্পর্কের সুযোগ দিচ্ছে ডেটিং ওয়েবসাইট ‘অ্যাশলে ম্যাডিসন’। সম্প্রতি একদল হ্যাকার ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে ‘অ্যাশলে ম্যাডিসন’-এর ক্রেতাদের তালিকা।
সেই তালিকায় দেখা যায়, সারা বিশ্ব জুড়ে ‘অ্যাশলে ম্যাডিসন’-এর শরণাপন্ন হয়ে বিয়ের বাইরে যৌন উত্তেজনার স্বাদ নিচ্ছেন অসংখ্য মানুষ! যার সিংহভাগ আবার ভারতীয় এবং বেশিরভাগই দিল্লির বাসিন্দা।
হ্যাকারদের ফাঁস করা তালিকায় দেখা যায়, ভারতে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের শীর্ষে দিল্লি। নয়াদিল্লিতে এই ওয়েবসাইটে গিয়ে বিয়ের বাইরে যৌন সম্পর্ক গড়েছেন ৩৮ হাজার ৬৫২ জন। তার ঠিক পরেই রয়েছে মুম্বাই— সেখানে পরিসংখ্যানটা ৩৩ হাজার ৩৬ জনের। চেন্নাইয়ে
দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে সাড়া দিয়েছেন মাত্র ১৬ হাজার ৪৩৪ জন। কলকাতায় অনুরাগীর সংখ্যা মাত্র ১১ হাজার ৮০৭ জন।
হায়দরাবাদে ১২ হাজার ৮২৫ জন ‘অ্যাশলে ম্যাডিসন’ অনুরাগীদের খোঁজ দিয়েছে হ্যাকাররা। বেঙ্গালুরুর উচ্ছ্বল জীবনযাত্রা নিয়ে রক্ষণশীলরা যতই চোখ কপালে তুলুন না কেন, সেখানে সংখ্যাটা ১১ হাজার ৫৬১। আহমেদাবাদে সাত হাজার নয় জন, চণ্ডীগড়ে দুহাজার ৯১৮ জন, জয়পুরে পাঁচ হাজার ৪৫ জন, লখনৌতে তিন হাজার ৮৮৫ জন অনুরাগী মিলেছে।
হিসেবের দিক দিয়ে দেখলে ভারতে বিয়ের মর্যাদা এখনও পর্যন্ত পটনাতেই বেশি। সেখানে এই ওয়েবসাইটকে স্বীকৃতি দিয়েছেন মাত্র দু হাজার ৫২৪ জন।
তবে এক্ষেত্রে হ্যাকারদের একটি ভালো উদ্দেশে ছিল। হ্যাকাররা চেয়েছিল, বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রশ্রয় দিচ্ছে যে ওয়েবসাইট, সেটা বন্ধ হোক। ওয়েবসাইটকে একটা হুমকিও দিয়েছিল তারা।
হ্যাকারদের ফাঁস করা তথ্য বলছে, এই ওয়েবসাইটের ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৯৫ ভাগই পুরুষ। তাদের সুখের ছলনায় ভোলানোর জন্য দিনে অনেকগুলো করে নকল নারীদের প্রোফাইল তৈরি করে ‘অ্যাশলে ম্যাডিসন’!
২০১২ সালে এই ওয়েবসাইটেরই এক কর্মী, ডোরিয়ান সিলভা, নকল প্রোফাইল বানাতে বানাতে এক সময়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে সংস্থার বিরুদ্ধে মামলা করেন। তিন সপ্তাহের মধ্যে হাজারেরও বেশি নকল প্রোফাইল তৈরি করতে গিয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন ওই নারী।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন