দি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনা দুশ্চিন্তামুক্ত

যেকোনো বড় টুর্নামেন্টে আনহেল ডি মারিয়া আর্জেন্টিনার বড় শক্তি। কিন্তু বড় আসর মানেই যেন দি মারিয়ার ইনজুরি! এবারের কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন। মাঠ ছাড়তে বাধ্য হন। ভক্তরা ছিল দুশ্চিন্তায়। কিন্তু আর্জেন্টিনা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের উইঙ্গার ঠিক আছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও খেলতে পারবেন।
২০১৪ বিশ্বকাপ ও গত বছরের কোপা আমেরিকা চলাকালে ইনজুরির কবলে পড়েছিলেন দি মারিয়া। বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি। এবার তাই পানামার বিপক্ষ শনিবার বাংলাদেশ সময় সকালের ম্যাচে তিনি ইনজুরিতে পড়লে আর্জেন্টিনা কেঁপে উঠেছিল। দল ৫-০ গোলে জিতল ম্যাচ। ইনজুরি থেকে ফিরে লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক।
ইন-ফর্ম উইঙ্গার দি মারিয়া সেদিন প্রথমার্ধেই মাঠে ছাড়েন হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে। দলের পক্ষ থেকে জানানো হচ্ছে, “ওই ম্যাচে দি মারিয়া তার হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছিল। পরীক্ষা করে দেখা গেছে ছোট্ট একটি জায়গা থেঁতলে গেছে। চিকিৎসায় দ্রুত সারছে তা।”
১৪বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেছে। ১৫ জুন গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ বলিভিয়ার সাথে। ২৩ বছর ধরে কোপার শিরোপা জেতে না আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে শতাব্দী বরণ উৎসবের বিশেষ কোপা জিতে সেই খরা ঘুঁচাতে চান মেসি-দি মারিয়ারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন