দীপন হত্যার ‘হোতা’ সবুরকে রিমান্ডে চাইবে পুলিশ
জাগৃতি প্রকাশনী সংস্থার কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টার অন্যতম ‘হোতা’ আবদুস সবুরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাইবে পুলিশ।
গতকাল শনিবার রাতে টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে সবুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সামাদ নামেও পরিচিত।
পরে আজ রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার অ্যান্ড টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, সবুর আনসার আল ইসলামের (এবিটি) সামরিক শাখার শীর্ষ চারজনের একজন। এ ছাড়া টুটুলের ওপর হামলার ক্ষেত্রে একাই অনেকগুলো দায়িত্বে ছিলেন তিনি।
পুলিশ সবুরকে আদালতে পাঠাবে। পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করবে বলে জানান মনিরুল। তিনি দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর স্বীকার করেছেন, তিনি শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল হত্যাচেষ্টায় জড়িত এবিটি সদস্যদের সামরিক প্রশিক্ষণ দিয়েছেন। হামলার ছক তৈরির দায়িত্বও ছিল তাঁর ওপর। এ ছাড়া ঘটনাস্থলে রেকি করা এবং ঘটনার সার্বিক দায়িত্ব পালন করেন সবুর।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সবুর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে এবিটির বোমা প্রশিক্ষণ কেন্দ্র থেকে বোমা বানানো শেখেন। বাড্ডার সাঁতারকুলে এবিটির একটি আস্তানার প্রশিক্ষকের দায়িত্বেও ছিলেন। সবুর সদস্যদের মগজ ধোলাই করতেন। তিনি সদস্যদের ধারণা দিতেন, হত্যা করা কোনো অপরাধ নয়, হত্যা করলে কোনো অপরাধ হবে না।
এর আগে গত ২৩ আগস্ট রাতে দীপন হত্যার ঘটনায় পুরস্কারঘোষিত জঙ্গি শামীম ওরফে সিফাত ওরফে সমীর ওরফে ইমরানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁকেও টঙ্গীর চেরাগ আলী থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত বছরের ৩১ অক্টোবর দুপুরে রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
দীপন হত্যার কয়েক ঘণ্টার মধ্যে দুর্বৃত্তরা লালমাটিয়ায় নিজ কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে আহত করে। এ দুটি প্রকাশনী থেকেই প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল। আনসারুল্লাহ বাংলা টিম ব্লগার ও প্রকাশকদের হত্যার দায় স্বীকার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন