বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দীপন হত্যায় কিলিং মিশনে ছয়জন ছিল

‘জাগৃতি’র স্বত্বাধিকারী ও ব্লগার অভিজিতের রায়ের বই প্রকাশকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যার তিন সহযোগীকে শনাক্ত করা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সুত্র। হত্যায় তিন সহযোগী ঘটনার সময় আজিজ সুপার মার্কেটের নীচ তলায় দুই দিকের গেটের আশেপাশে ঘোরাঘুরি করছিল। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছিল তিন জন।

আর মার্কেটের নীচতলায় তিন জন পাহারা দিচ্ছিল। কিলিং মিশন শেষ হওয়ার পর সরাসরি অংশ নেয়া কিলার গ্রুপের সদস্যরা তড়িত্গতিতে মার্কেট থেকে বের হয়ে যায়। এর আগে এ হত্যার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে শনাক্ত করা হয়।

দীপনের হত্যাকারীদের শনাক্ত করতে আজিজ সুপার মার্কেটের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ বিশ্লেষণ করে ওই তিন সহযোগীকে শনাক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, শাহবাগ আজিজ সুপার মার্কেটের দুইটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে তিন ঘাতক ও ঘাতকদের তিন সহযোগীর ছবি শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, আজিজ সুপার মার্কেটের ৭টি সিসি ক্যামেরা থেকে প্রায় চার ঘণ্টার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সময় বিকাল পৌনে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ভিডিও ফুটেজগুলো সবচেয়ে বেশি যাচাই-বাছাই করা হয়েছে। ভিডিও ফুটেজ থেকে এই সময়ের মধ্যে মার্কেটে প্রবেশ ও বের হয়ে যাওয়া মানুষের প্রায় ৩ হাজার ছবি তৈরি করা হয়েছে। ঐ ছবিগুলো গোয়েন্দারা চুলচেরা বিশ্লেষণ করছেন।

ভিডিও ফুটেজ থেকে শনাক্ত তিন ঘাতকের চেহারার বর্ণনা দিয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, তাদের পরণে ছিল শার্ট ও প্যান্ট। একজনের পরণে ছিল জিন্স প্যান্ট। তাদের কারো মুখেই দাঁড়ি ছিল না। মার্কেটে প্রবেশে করার সময় এদের চোখের ভাষা (আই কন্টাক্ট) ছিল একরকম। মার্কেট থেকে বের হয়ে যাওয়ার সময় চোখের ভাষা ছিল আরেক রকম। প্রবেশের চেয়ে বের হওয়ার সময় তাদের গতি ছিল একটু বেশি। এসময় ওই তিন সহযোগী মার্কেটের ভিতরে দুইবার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করছিল।

আজিজ সুপার মার্কেটে ৮টি সিসি ক্যামেরা রয়েছে। এর মধ্যে পূর্ব দিকে ১টি, পশ্চিম দিকে ১টি, বেজমেন্টে ২টি, গাড়ি পার্কিংয়ে ২টি, মূল প্রবেশপথে ১টি এবং অফিস কক্ষে ১টি। কেউ যদি নিচতলা দিয়ে ভবনে প্রবেশ করেন, তাহলে অবশ্যই তার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়বে।

গত শনিবার বিকালে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর অফিসে দুর্বৃত্তরা প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে

নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে

নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত

নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন

  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
  • মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা