দীপিকাকে বিয়ে; মুখ খুললেন রণবীর সিং

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমলীলা নিয়ে কম জল ঘোলা হয়নি। তাদের একে-অপরের প্রতি আচরণ দেখেই বোঝা যায়, তারা একে-অপরের প্রতি ভালবাসায় সিক্ত। তবে এই ভালবাসার ও তো একটা নাম দেয়া প্রয়োজন!
রণবীর-দীপিকা একে-অপরের সাথে কিছুদিন আগে খুব ভাল সময় পার করেছেন। স্পেনে একসাথে মঞ্চ মাতানোর পর তারা অস্ট্রিয়া পাড়ি জমিয়েছিলেন। এরপর সেখানে তাদের মা-বাবা ও বোন সেখানে হাজির হন। তারা নিজেদের পরিবারের সাথে একত্রে অনেক সুন্দর মুহূর্ত কাটায়।
বর্তমানে তারা সকলের সামনে একে-অপরের সাথে নিজেদের প্রেমের সম্পর্ক খোলামেলা দেখিয়ে চলছে। এতে বোঝা যায়, তারা একে-অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।
ইন্ডিয়া ফোরামসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পরিবারের মাঝে তাদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথমদিকে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হচ্ছে বলেও শোনা যায়।
গতকাল সকালে মুম্বাই ফিরে আসেন রণবীর সিং। সেখানে সাংবাদিকরা তাকে মুখিয়ে ধরে। একজন সাংবাদিক তার আর দীপিকার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আরে মাত্র তো আসলাম, এখনও তো ঘুমের ঘোর কাটেনি।’
এরপর তিনি আরও বলেন, ‘সবে আসলাম। কিছু সময় পরেই সব জানতে পারব।’
এখন সাংবাদিকগণ তার কিছু সময়ের অপেক্ষায় বসে আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন